ব্যাটারি ফুরিয়ে যাওয়ার অপেক্ষা করার বদলে ‘ফোর্স রিস্টার্ট’ বা ফোনটি পুনরায় চালু করেই ঠিক করার চেষ্টা করতে পারেন।
Published : 09 Aug 2024, 05:00 PM
আইফোন সাড়া দেওয়া বন্ধ করলে, এটি একেবারে আটকে যেতে পারে। বিভিন্ন ডিভাইস ব্যবহারকারীদের কথ্য ভাষায় একে অনেক সময় বলা হয় ‘হ্যাং হওয়া’।
ব্যাটারি ফুরিয়ে যাওয়ার অপেক্ষা করার বদলে, ‘ফোর্স রিস্টার্ট’ বা ফোনটি পুনরায় চালু করেই ঠিক করার চেষ্টা করতে পারেন।
তবে, আইফোন একেবারেই কাজ না করলে, স্ক্রিন আটকে গেলে বা রিস্টার্ট ও শাট ডাউনের নির্দেশ কাজ না করলেই কেবল এটি চেষ্টা করুন।
আইফোন ফোর্স স্টার্ট করার নির্দেশনা দিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট হাউ-টু গিক। চলুন জেনে নেওয়া যাক, আইফোন হ্যাং হয়ে গেলে কীভাবে রিস্টার্ট করবেন।
ফেইস আইডি, আইফোন ৮ বা আইফোন এসই দিয়ে ‘ফোর্স রিস্টার্ট’
ব্যবহারকারীর কাছে ‘ফেইস আইডি’ ফিচারওয়ালা আইফোন থাকলে এর স্ক্রিনের ওপর থাকা ‘নচ’ দিয়ে ‘ফোর্স রিস্টার্ট’ করা যাবে। ফিচারটি কাজ করবে আইফোন ৮-এর পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের ‘আইফোন এসই’ মডেলে, যা প্রকাশ পেয়েছিল যথাক্রমে ২০২০ ও ২০২২ সালে। সেজন্য ব্যবহারকারীকে ডিভাইসে থাকা বিভিন্ন ‘সিরিজ বাটন’-এ চাপ দিতে হবে।
প্রথমে ‘ভলিউম আপ’ বাটন চাপুন ও ছেড়ে দিন; এরপর ‘ভলিউম ডাউন’ বাটন চেপে ছেড়ে দিন। এর পর অ্যাপল লোগো না আসা পর্যন্ত ‘সাইড’ বাটন চেপে ধরে রাখুন। লোগোটি ভেসে উঠলে সাইড বাটন ছেড়ে দিয়ে আইফোন আবার চালু হওয়ার জন্য অপেক্ষা করুন।
এক্ষেত্রে বাটনগুলো খুব দ্রুত চাপ দেওয়ার পরামর্শ দিয়েছে হাউ-টু গিক। আর এটি প্রথমবার কাজ না করলে পুনরায় চেষ্টা করুন।
আইফোন ৭
আইফোন ৭-ই একমাত্র মডেল, যেখানে ফোর্স রিস্টার্ট করার পদ্ধতি ভিন্ন। ভাল খবর হল, এতে ফোন রিস্টার্ট করা বেশ সহজ। এজন্য ফোনের ভলিউম ডাউন ও সাইড বাটন একসঙ্গে চেপে ধরে রাখুন। পরবর্তীতে স্ক্রিনে অ্যাপল লোগো চলে এলে বাটনগুলো ছেড়ে দিন।
এর পরপরই আইফোন রিস্টার্ট হয়ে যাবে। আর এ পদ্ধতি কাজ না করলে আবার চেষ্টা করুন।
আইফোন ৬এস, আইফোন এসই (প্রথম প্রজন্ম) ও এর আগের মডেল
পুরানো মডেলের আইফোনের থাকা ‘হোম’ ও ‘স্লিপ/ওয়েক’ বাটন একসঙ্গে চেপে ধরে রাখুন। এর পর স্ক্রিনে আইফোনের লোগো ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই ফোন রিস্টার্ট নেবে।
আরব আইফোন মডেলের ওপর ভিত্তি করে ‘স্লিপ/ওয়েক’ বাটনটি ডিভাইসের পাশে বা ওপরের দিকে থাকতে পারে বলে প্রতিবেদনে লিখেছে হাউ-টু গিক।