২১ মাসের মধ্যে সর্বোচ্চ ৪৫ হাজার ডলারে বিটকয়েন

মার্কিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সহসাই বিটকয়েনকে ইটিএফ-এ তাৎক্ষণিক লেনদেনের অনুমোদন দেয় কি না তার দিকে এখন নজর বিনিয়োগকারীদের।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2024, 12:25 PM
Updated : 2 Jan 2024, 12:25 PM

বিটকয়েন দাম ছাপিয়ে গেছে ৪৫ হাজার ডলার।

২০২২ সালের এপ্রিলের পর এত উচ্চ দামে পৌঁছে মধ্যে নতুন বছরের প্রথম দিনেই, পুঁজিবাজারের এক্সচেইঞ্জ-ট্রেড তহবিল (ইটিএফ) এর তাৎক্ষণিক লেনদেনের সম্ভাব্য অনুমোদন পাওয়ার ব্যাপারে আশার আলো ছড়িয়েছে বিশ্বের শীর্ষ ক্রিপ্টোমুদ্রাটি। 

বিটকয়েনের দাম সোমবার ২১ মাসের মধ্যে সর্বোচ্চ দাম ৪৫ হাজার পাঁচশ ৩২ ডলারে গিয়ে ঠেকেছে। সেইসঙ্গে ২০২৩ সালে একশ ৫৬ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ২০২০ সালের পর আবার শক্তিশালী বার্ষিক সাফল্য দেখিয়েছে। 

সর্বশেষ লেনদেনে বিটকয়েনের সূচক আড়াই শতাংশ বৃদ্ধির পেয়ে ৪৫ হাজার তিনশ ১৮ ডলারে হলেও, এখনও তা ২০২১ সালের নভেম্বর মাসের রেকর্ড দাম ৬৯ হাজার ডলারের চেয়ে অনেক কম।

ইথেরিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের ক্রিপ্টোমুদ্রা ইথারের সূচক মঙ্গলবার এক দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধিসহ এর দাম ছিলো দুই হাজার তিনশ ৮৬ ডলার, এবং ২০২৩ সালে ক্রিপ্টো মুদ্রাটির দাম বেড়েছে ৯১ শতাংশ।

মার্কিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সহসাই বিটকয়েনকে ইটিএফ-এ তাৎক্ষণিক লেনদেনের অনুমোদন দেয় কি না তার দিকে নজর বিনিয়োগকারীদের। সম্ভাব্য অনুমোদনটি লাখ লাখ বিনিয়োগকারীর মাধ্যমে আনতে পারে শত শত কোটি ডলারের বিনিয়োগ, লিখেছে রয়টার্স।

ক্রিপ্টোমুদ্রার বাজার অরক্ষিত দাবি করে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড কমিশন এর আগে বিগত বছরগুলোতে বিটকয়েনের একাধিক ইটিএফে তাৎক্ষণিক লেনদেন আবেদন নাকচ করে দেয়।

তবে গত কয়েকমাসে অন্তত ১৩টি প্রস্তাবিত তাৎক্ষণিক ইটিএফ লেনদেনে অনুমোদন দেওয়ার লক্ষণ দেখিয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাটি, এবং প্রত্যাশিত অনুমোদনটি জানুয়ারির শুরুতে আসতে পারে, বলেছে রয়টার্স।

তবে অনুমোদন না এলে তা স্পষ্টভাবে তাৎক্ষণিক ধস সৃষ্টি করতে পারে, বলেছেন পেপার্সস্টোনের প্রধান গবেষক ক্রিস ওয়াটসন।

গুজব রয়েছে, বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলো এ বছর সুদের হার কমিয়ে দিতে পারে, যা আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে ক্রিপ্টোমুদ্রাগুলোর জন্য, যা এফটিএক্সের ধসসহ অন্যান্য ক্রিপ্টোমুদ্রাগুলোর ২০২২ সালের ব্যবসায়িক ব্যার্থতার মোড় ঘুরিয়ে দিতে পারে, লিখেছে রয়টার্স।