৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

রংপুর অঞ্চলের পল্লী অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে ২৫০০ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2024, 03:42 PM
Updated : 28 March 2024, 03:42 PM

নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) দ্বিতীয় সভায় প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ের ১১টি প্রকল্প অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এই অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেন, আট হাজার ৪২৫ কোটি টাকা ব্যয়ের ১১টি প্রকল্প অনুমোদিত হয়েছে। তার মধ্যে সরকার নিজস্ব তহবিল যোগান দেবে ৭ হাজার ৯৩৯ কোটি ৮৭ লাখ টাকা। বিদেশি ঋণ হিসেবে আসবে ৪৮৫ কোটি ৬৫ লাখ টাকা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো প্রকল্প বিলম্ব হোক- এটা আমরা চাই না, অনেক সময় ডলারের দাম বাড়া, এলসি সমস্যাসহ নানা কারণে প্রকল্প বিলম্বিত হয়।

“তবে যে কারণে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পায়, তার চুলচেরা বিশ্লেষণ করেই করা হয়; বিনা যৌক্তিতে এটা বৃদ্ধি পায় না।” 

অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হচ্ছে-

  • বৃহত্তর রংপুর অঞ্চলের পল্লী অবকাঠামো উন্নয়ন; ব্যয় ২৫০০ কোটি টাকা।

  • মিশরের কায়রোতে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স ও আবাসিক ভবন নির্মাণ; ব্যয় ১৬৬ কোটি টাকা।

  • সারাদেশে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ (তৃতীয় পর্যায়); ব্যয় ৩ হাজার ৫৯ কোটি টাকা।

  • রাজধানীর মিরপুরে বাংলাদেশ তাঁত বোর্ড কমপ্লেক্স নির্মাণ; ব্যয় ১১৫ কোটি টাকা।

  • ২০টি মিটারগেজ ডিজেল লোকোমোটিভ এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ (প্রথম সংশোধিত) প্রকল্প; অতিরিক্ত ব্যয় ২৮৮ কোটি টাকা।

  • কাশিনাথপুর-দাশুরিয়া-নাটোর-রাজশাহী-নবাবগঞ্জ-কানসাট-সোনামসজিদ-বালিয়াদিঘি সীমান্ত জাতীয় মহাসড়কের প্রস্থ সম্প্রসারণ; ব্যয় ৪৮২ কোটি টাকা।

  • সরকারি মৎস্য খামারের সক্ষমতা বৃদ্ধি ও  মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়); ব্যয় ৩৭১ কোটি টাকা।

  • কক্সবাজারে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ফিশ ল্যান্ডিং সেন্টারের উন্নয়ন; ব্যয় প্রায় ২৩৩ কোটি টাকা।

  • দুর্বল জনগোষ্ঠীর জন্য টিকে থাকার সামর্থ বৃদ্ধিতে অবকাঠামো, উন্নত দক্ষতা ও তথ্যের প্রবেশাধিকার প্রকল্প; অতিরিক্ত ব্যয় প্রায় ১৬৭ টাকা।

  • আট বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হার্ট ও কিডনি রোগের চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা (প্রথম সংশোধিত) প্রতিষ্ঠা; অতিরিক্ত ব্যয় ১ হাজার ৪৪ কোটি টাকা।

এছাড়া খরচ না বাড়িয়ে বাংলাদেশ বেতার, শাহবাগ ও আগারগাঁও কমপ্লেক্স নির্মাণ ও আধুনিকীকরণ প্রকল্পের মেয়াদ আগামী জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার উপস্থিত ছিলেন।