এর আগে আইওএস ১৬ সংস্করণে ‘ইমেইল’-এ ‘সেন্ড লেটার’ বা পরে পাঠানোর ফিচার যোগ করেছিল অ্যাপল।
Published : 07 Aug 2024, 04:01 PM
টেক জায়ান্ট অ্যাপলের অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ আইওএস ১৮’র ‘মেসেজেস’ অ্যাপে বিভিন্ন নতুন ফিচার এসেছে। এর একটি হল মেসেজ শিডিউল করে রাখার সুবিধা, যার মাধ্যমে বার্তারগুলো ‘পরে পাঠানো’ যাবে।
এর আগে আইওএস ১৬ সংস্করণে ‘ইমেইল’-এ ‘সেন্ড লেটার’ বা পরে পাঠানোর ফিচার যোগ করেছিল অ্যাপল।
তবে, ফিচারটি ‘আইমেসেজেস’-এ কাজ করলেও এসএমএস টেক্সটের বেলায় কাজ করে না বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট ৯টু৫ ম্যাক।
চলুন জেনে নেওয়া যাক, পরে পাঠাতে আইওএস ১৮-তে কীভাবে বার্তা শিডিউল করবেন।
১. প্রথমে আইওএস১৮’র বেটা সংস্করণ ইনস্টল করুন।
২. অ্যাপলের মেসেজেস অ্যাপটি চালু করুন। এবার এরইমধ্যে বাছাই করে রাখা টেক্সট বেছে নিন বা নতুন কোনো টেক্সট তৈরি করুন।
৩. বার্তাটি লিখুন। তবে, ‘সেন্ড’ বাটন চাপার আগে বাম পাশের ‘+’ আইকনে চাপ দিতে হবে।
৪. এবার ‘মোর’ অপশনে চাপ দিয়ে ‘সেন্ড লেটার’ অপশনটি বেছে নিন।
৫. মেসেজ শিডিউল করার সময় ও তারিখ বেছে নিন।
৬. এবার মেসেজ শিডিউল করতে ‘সেন্ড’ বাটন চাপুন।
মেসেজ শিডিউল হয়ে গেলে সেটি চ্যাট থ্রেডের ‘ডটেড লাইন বাবল’-এর মধ্যে দেখা যাবে।
মেসেজটি পরিবর্তন করতে, মুছে ফেলতে বা তাৎক্ষনিক পাঠাতে নির্ধারিৎ মেসেজের ঠিক ওপরে থাকা ছোট ‘এডিট’ বাটনে চাপুন।