সাম্প্রতিক অভিযোগগুলো ইউটিউবের রাজা হিসেবে পরিচিত মিস্টার বিস্টের জনপ্রিয়তায় ভাটা ফেলবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
Published : 22 Sep 2024, 06:05 PM
৫০ কোটি ভক্ত, লাখ লাখ ডলারের সম্পদ ও গোটা বিশ্বে নিজস্ব ব্যবসায়িক সাম্রাজ্য ছড়িয়ে থাকা ‘মিস্টার বিস্ট’ খ্যাত জিমি ডনাল্ডসনকে সরানো এতটা সহজ নয়।
তবে, এখন পর্যন্ত নিজের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি তিনি, যেখানে এক মামলার মুখে পড়তে যাচ্ছেন ইউটিউবের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার, যার অভিযোগ ৫৪ পৃষ্ঠা দীর্ঘ!
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তার প্রযোজনা কোম্পানি ‘মিস্টারবি২০২৪’ ও অ্যামাজনের বিরুদ্ধে এ মামলা করতে যাচ্ছেন অ্যামাজন প্রাইম ভিডিও’র আসন্ন শো ‘বিস্ট গেইমস’র পাঁচ নারী প্রতিযোগী।
সর্বকালের সেরা প্রতিযোগিতামূলক রিয়ালিটি সিরিজ হিসেবে ডাকা এ অনুষ্ঠানে ৫০ লাখ ডলারের পুরস্কার পেতে লড়বেন এক হাজার প্রতিযোগী। তবে, এ মামলার কারণে এর সম্প্রচার নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
আইনি নথির মধ্যে সংশোধন করা অনেক পৃষ্ঠাতেই অভিযোগ রয়েছে, এতে ভুক্তভোগীরা ‘বিশেষ ও সমন্বিতভাবে ক্ষতির পড়েছিলেন’, তাও এমন পরিবেশে, যেখানে পরিকল্পিতভাবেই ‘দুর্ব্যবহার ও লিঙ্গ বৈষম্যের সংস্কৃতি’ উঠে এসেছে।
এতে করে মিস্টার বিস্টের খ্যাতিতেও প্রভাব পড়তে পারে, যিনি ইন্টারনেটের অন্যতম ভদ্র ব্যক্তি হিসেবে এরইমধ্যে পরিচিত।
গেল অগাস্টে ওই শো’র ডজনখানেকের বেশি প্রতিযোগীর সঙ্গে কথা বলেছে মার্কিন বাণিজ্য দৈনিক নিউ ইয়র্ক টাইমস। তাদের প্রতিবেদনে উঠে আসে, এর সেটে থাকা ‘অনেক ব্যক্তিকেই হাসপাতালে যেতে হয়েছিল’। এমনকি এক ব্যক্তি দাবি করেন, তাদেরকে টানা ২০ ঘণ্টা কোনো খাবার দেওয়া হয়নি।
এ ছাড়া, সঠিক সময়ে চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগও তুলেছেন এ আয়োজনের প্রতিযোগীরা।
এ প্রসঙ্গে মিস্টার বিস্ট ও অ্যামাজনের মন্তব্য জানতে চেয়েছিল বিবিসি। তবে, বিষয়টি নিয়ে তিনি এখনও জনসমক্ষে কোনো মন্তব্য আসেনি তাদের দিক থেকে।
সাম্প্রতিক অভিযোগগুলো ইউটিউবের রাজা হিসেবে পরিচিত মিস্টার বিস্টের জনপ্রিয়তায় ভাটা ফেলবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।