একই সময়ে নাদেলার বেতন ৭৮ শতাংশ বেড়ে ২০২০ অর্থবছরের চার কোটি ৪৩ লাখ ডলার থেকে ২০২৪ অর্থবছরে সাত কোটি ৯১ লাখ ডলারে দাঁড়িয়েছে।
Published : 17 Jan 2025, 05:08 PM
পারফর্মেন্সের ওপর ভিত্তি করে কর্মী ছাঁটাইয়ের পর এবার কোম্পানিটির বিভিন্ন বিভাগ অনুসারে আরও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট।
নতুন করে এ কর্মী ছাঁটাই হবে কোম্পানিটির গেইমিং, এক্সপেরিয়েন্স ও ডিভাইস, সেলস এবং নিরাপত্তা বিভাগ থেকে। এর আগে কাজের মানের ওপর ভিত্তি করে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল সফটওয়্যার জায়ান্টটি। এর এক সপ্তাহের মধ্যেই নতুন করে এই খবর এলো বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট টেকস্পট।
মাইক্রোসফটের এক মুখপাত্র ছাঁটাই হওয়া কর্মীর সঠিক সংখ্যা নির্দিষ্ট করে বলেননি। তবে তিনি যোগ করেন, এর ফলে ‘অল্প সংখ্যক’ কর্মীই ক্ষতির মুখে পড়বেন।
এ সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে আর্থিক ও ব্যবসায়িক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার প্রতিবেদনে লিখেছে, মঙ্গলবার থেকে মাইক্রোসফটের সিকিউরিটি বিভাগের কর্মীরা ছাঁটাইয়ের বিজ্ঞপ্তি পেতে শুরু করেছেন।
২০২৪ সালের মে মাসে ‘সিকিওর ফিউচার’ উদ্যোগ চালু করে কোম্পানিটি। এ উদ্যোগের আওতায় ওই সময় মাইক্রোসফট বলেছিল, কোম্পানিটির ‘শীর্ষ অগ্রাধিকার’ হয়ে উঠেছে কর্মীদের নিরাপত্তার বিষয়টি, যা গুরুত্বের দিক থেকে অন্য সবকিছুকে ছাড়িয়ে গেছে। এমনকি মাইক্রোসফট নিরাপত্তা পারফরম্যান্সকে সরাসরি কর্মী পর্যালোচনা ও ক্ষতিপূরণের সঙ্গেও বেঁধে দেওয়া শুরু করে।
এদিকে, গতকাল খবরে বলা হয়েছে, কোম্পানিটির সিইও সাত্যিয়া নাদেলা চাইলে ২০২১ সালেই এক্সবক্স বিভাগটি বন্ধ করে দিতে পারতেন। এর বদলে ‘জেনিম্যাক্স মিডিয়া’ ও ‘অ্যাক্টিভিশন ব্লিজার্ড’ অধিগ্রহণের সিদ্ধান্ত নেন তিনি।
কাজের মানের ওপর ভিত্তি করে কর্মী ছাঁটাই যে কেবল মাইক্রোসফট চাইছে, এমন নয়। চলতি সপ্তাহে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গও ঘোষণা দেন, কাজের মানের ওপর ভিত্তি করে ৫ শতাংশ বা প্রায় ৩ হাজার ৬২৫ জন কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছেন তিনি।
২০২০ সালের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১২ হাজার ৫৫০ জন কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। একই সময়ে নাদেলার বেতন ৭৮ শতাংশ বেড়ে ২০২০ অর্থবছরের চার কোটি ৪৩ লাখ ডলার থেকে ২০২৪ অর্থবছরে সাত কোটি ৯১ লাখ ডলারে দাঁড়িয়েছে।