কেউ চাইলে নির্দিষ্ট ফেইসবুক ব্যবহারকারীর মেমরি, নির্দিষ্ট তারিখের মেমরি, এমনকি নির্দিষ্ট শব্দের মেমরিও ব্লক করতে পারবেন।
Published : 12 Sep 2024, 03:32 PM
ফেইসবুকের সবচেয়ে আবেগপূর্ণ বিভাগ সম্ভবত মেমরিজ অংশটি। এতে অতীতের নানা ঘটনা সামনে চলে আসে। মনে করিয়ে দেয় নানা স্মৃতি।
সমস্যা হল, স্মৃতি সব সময় আনন্দের হয় না। সব স্মৃতি তাই কাঙ্ক্ষিত হয়ও না। কী করবেন এমন অবস্থায়?
এমন দুঃখের স্মৃতি ফিরিয়ে আনতে না চাইলে ফেইসবুকের সেটিংস থেকে ফিচারটি বন্ধ করতে পারেন। কীভাবে করবেন সে বিষয়ে নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।
প্রথমে ফোনে ফেইসবুক অ্যাপটি চালু করুন। এরপর মেনু বোতামে চাপুন। অ্যান্ড্রয়েডে এটি ওপরের ডান কোণায় থাকবে, আইফোনের বেলায় নিচের ডান কোণায়।
মেনু থেকে ‘মেমরিজ’ ফিচারটি বেছে নিন। মেমরির পৃষ্ঠায় ওপরের ডান কোণায় ‘মেমরিজ সেটিংস’ অপশনে চাপুন। এটি দেখতে অনেকটা ‘গিয়ার’ আইকনের মতো।
পরের পৃষ্ঠায়, ‘অল মেমরিজ’, ‘হাইলাইটস’ এবং ‘নান’, তিনটি অপশন পাবেন। ‘অল মেমরিজ’ বেছে নিলে প্রতিদিনের সব স্মৃতি দেখা যাবে। ‘হাইলাইটস’ অপশন কেবল বিশেষ ভিডিও এবং সংগ্রহ দেখাবে। ‘নান’ অর্থ আর কোনো মেমরির নোটিফিকেশন আসবে না।
কেউ চাইলে নির্দিষ্ট ফেইসবুক ব্যবহারকারীর মেমরি, নির্দিষ্ট তারিখের মেমরি, এমনকি নির্দিষ্ট শব্দের মেমরিও ব্লক করতে পারবেন।
ওপরের ধাপ অনুসরণ করেই ফেইসবুক মেমরিজ পেইজে যান। তিনটি অপশনের নিচে ‘হাইড মেমরিজ’ অপশন থাকবে, এর নিচে ‘পিপল’, ‘ডেটস’, ‘কিওয়ার্ডস’ থাকবে।
নির্দিষ্ট মানুষকে নিয়ে স্টোরি ব্লক করতে ‘পিপল’ অপশন বেছে নিয়ে তার নাম টাইপ করুন। এরপর আইডির ওপরে চাপলেই ওই ব্যক্তি আছেন এমন মেমরির নোটিফিকেশন পাবেন না।
নির্দিষ্ট তারিখ বা সময় বেছে নিতে চাইলে ডেটস অপশন থেকে ‘স্টার্ট’ এবং ‘এন্ড’ লেখা ঘরে তারিখ বেছে নিয়ে ‘সেইভ’ অপশনে চাপুন। শুরু ও শেষের তারিখ বেছে নিলে এর মধ্যের সময়ের কোনো স্মৃতির নোটিফিকেশন আসবে না।
একইভাবে ‘কিওয়ার্ড’ অপশনে গিয়ে শব্দটি লিখুন। এরপর পাশের ‘অ্যাড’ অপশন চেপে যোগ করে নিন।
এভাবে সহজেই ফেইসবুকের মেমরিজ ফিচারটি বন্ধ করতে পারেন। ফলে, বেদনাদায়ন ফেইসবুক স্মৃতি আর সামনে আসবে না।