গুগল বিষয়ে ব্যবস্থা নিচ্ছে ইইউ

ওয়েব জায়ান্ট গুগলের বিরুদ্ধে ওঠা একচেটিয়া আচরণের অভিযোগ নিয়ে পাঁচ বছরের তদন্ত শেষে আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপিয়ান কমিশন। গুগলের শীর্ষ কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিক ‘স্টেটমেন্ট অফ অবজেকশন’ পাঠাবে ইউরোপিয়ান কমিশন।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 02:27 PM
Updated : 15 April 2015, 02:27 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপিয়ান কমিশন গুগলের বিরুদ্ধে মাইক্রোসফট, ট্রিপঅ্যাডভাইজার, এবং স্ট্রিটম্যাপসহ একাধিক প্রতিষ্ঠানের প্রতিযোগিতা বিমুখ আচরণের অভিযোগ তদন্ত করছে ২০১০ সাল থেকে।

কমিশনার মার্গারেথ ভেস্টাজার বুধবার এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারেন বলে জানিয়েছে বিবিসি।

গুগলের বিরুদ্ধে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর অভিযোগ ছিল, অনুসন্ধানকারীর সার্চের সঙ্গে সংশ্লিষ্ট লিংকের মধ্যে প্রতিযোগীদের থেকে গুগল প্লাস, গুগল ম্যাপস, ইউটিউবের গান ও ভিডিও, অ্যাডওয়ার্ডস প্লাটফর্মের বিজ্ঞাপনের লিংকগুলোকে প্রাধান্য দেয় গুগল। 

ইউরোপিয়ান ইউনিয়নের চাপের মুখে সার্চ রেজাল্ট দেখানোর পদ্ধতিতে পরিবর্তন আনতে রাজি হয়েছিল গুগল। পরবর্তীতে গুগলের পদক্ষেপে সন্তুষ্ট হননি অভিযোগকারী ও তদন্তকারী কর্মকর্তারা।