পাইরেসি শীর্ষে ‘উলফ অফ ওয়াল স্ট্রিট’

গেল বছর পাইরেসির শীর্ষে ছিল মার্কিন নির্মাতা মার্টিন স্করসেসি পরিচালিত সিনেমা ‘উলফ অফ ওয়াল স্ট্রিট’। ২০১৪ সালের পয়লা জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সিনেমাটি অবৈধভাবে ডাউনলোড করা হয়েছে ৩ কোটিরও বেশিবার।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2015, 11:00 AM
Updated : 2 Jan 2015, 11:00 AM

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিস এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সালে সবেচেয়ে বেশি পাইরেসির শিকার হওয়া হলিউডি সিনেমাগুলোর তালিকায় আরও কাছে ‘ফ্রোজেন’, ‘গ্র্যাভিটি’ আর ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’--এর মতো ব্যবসাসফল সিনেমা।

পাইরেসির শিকার সিনেমার তালিকায় আরও আছে অস্কার জয়ী/মনোনয়ন প্রাপ্ত সিনেমা ‘অ্যামেরিকান হাস্ল’, ‘ক্যাপ্টেইন ফিলিপস’, এবং ‘১২ ইয়ার্স এ স্লেইভ’।

তবে মজার ব্যাপার হচ্ছে, ওই তালিকায় নেই বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘দ্য গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি’। এই একটি সিনেমার ক্ষেত্রে আগ্রহী দর্শকরা হয়তো পাইরেটেডে কপি সংগ্রহ করার বদলে প্রেক্ষাগৃহে দেখাই শ্রেয় মনে করেছিলেন-- মন্তব্য করেছে হলিউড রিপোর্টার।

২০১৪ সালে সবচেয়ে বেশি পাইরেসির শিকার হওয়া সিনেমাগুলোর তালিকা তৈরি করেছে পাইরেসি ট্র্যাকিং ফার্ম এক্সসিপিও। দেখে নিন ওই তালিকার শীর্ষ দশ শিরোনাম ও অবৈধ ডাউনলোডের সংখ্যা--

১. উলফ অফ ওয়াল স্ট্রিট (৩ কোটি ৩৫ হাজার)।

২. ফ্রোজেন (২ কোটি ৯৯ লাখ)

৩. রোবোকপ (২ কোটি ৯৮ লাখ)

৪. গ্র্যাভিটি (২ কোটি ৯৩ লাখ)

৫. দ্য হবিট: দ্য ডেসোলেশন অফ স্মাগ (২ কোটি ৭৬ লাখ)

৬. থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড (২ কোটি ৫৭ লাখ ডাউনলোড)

৭. ক্যাপ্টেইন অ্যামেরিকা: দ্য উইন্টার সোলজার (২ কোটি ৫৬ লাখ)

৮. দ্য লিজেন্ড অফ হারকিউলিস (২ কোটি ৫১ লাখ)

৯. এক্স-মেন: ডেইজ অফ ফিউচার পাস্ট (২ কোটি ৪৩ লাখ)

১০. ১২ ইয়ার্স এ স্লেভ (২ কোটি ৩৬ লাখ)