ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইকিপিডিয়া নিয়ে আয়োজন

বাংলা উইকিপিডিয়ার ১০ বছর উদযাপন উপলক্ষে ২৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইকিমিডিয়া বাংলাদেশ এক মত বিনিময় সভার আয়োজন করেছে। বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও স্বেচ্ছাসেবকরা উইকিপিডিয়াতে তথ্যভূক্তি ও ব্যবহার নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেবেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2014, 01:11 PM
Updated : 24 August 2014, 01:11 PM

২৫ আগস্ট, বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত হবে এই মত বিনিময় সভা।  এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ যে কেউ অংশ নিতে পারবেন।

অনলাইনের পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া। এই বিশ্বকোষে ব্যবহারকারী ও তথ্য নিবন্ধন সর্ম্পকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন করার উদ্দেশ্যেই আয়োজন।

অনুষ্ঠান সম্পর্কে আরো তথ্য পাওয়া যাবে ফেইসবুকের ইভেন্ট পেইজে: http://goo.gl/JtcKO7