অবশেষে নতুন এম২ চিপের ঘোষণা দিলো অ্যাপল

অবশেষে নতুন এম২ চিপ দেখিয়েছে অ্যাপল। চলতি ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)’-তে এম সিরিজের দ্বিতীয় প্রজন্মের চিপ উন্মোচন করে আরও উন্নত পারফর্মেন্সের প্রতিশ্রুতি দিয়েছে আইফোন ও ম্যাক নির্মাতা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2022, 08:31 AM
Updated : 7 June 2022, 08:31 AM

এম১ চিপের মতোই নিজস্ব ‘এআরএম সিলিকন’ নকশার ভিত্তিতে নতুন এম২ চিপ বানিয়েছে অ্যাপল। ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত চিপটিতে ট্রানজিস্টরের সংখ্যা দুই হাজার কোটি, যা এম১ চিপের প্রথম সংস্করণের তুলনায় ২৫ শতাংশ বেশি।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, বাড়তি ট্রানজিস্টরের কারণে ডিভাইস পারফর্মেন্স আরও ভালো হবে। এম১ চিপের প্রথম সংস্করণর তুলনায় এম২ চিপের সিপিইউ-এর গতি ১৮ শতাংশ এবং জিপিইউ-এর গতি ৩৫ শতাংশ বেশি হবে বলে দাবি করেছে অ্যাপল।

ম্যাক নির্মাতার আরও দাবি, বাজারের সর্বশেষ ১০-কোরের ল্যাপটপ চিপের তুলনায় ১.৯ শতাংশ দ্রুতগতির হবে এম২-এর পারফর্মেন্স। এম১-এর চেয়েও ভালো পারফর্মেন্স পেতে এম২ চিপে অ্যাপল নতুন পারফর্মেন্স এবং এফিশিয়েন্সি কোর ব্যবহার করছে বলে জানিয়েছে ভার্জ। চিপটির মেমোরি ব্যান্ডওয়াইডথ ১০০ জিবিপিএস এবং ধারণক্ষমতা ২৪ গিগাবাইট– যা এম১ চিপের তুলনায় দ্বিগুণ।

ছবি: অ্যাপল

এ ছাড়াও, নতুন প্রজন্মের নিউরাল ইঞ্জিন আছে এম২-তে। পাশাপাশি এইটকে এইচ.২৫৪ (8K H.264) এবং এইচইভিসি (HEVC) ভিডিও সমর্থন করবে নতুন মিডিয়া ইঞ্জিন। অর্থাৎ, একাধিক ফোরকে (4K) এবং এইটকে (8K) ভিডিও স্ট্রিম করা যাবে এম২ চিপের ক্ষমতায়।

জিপিইউ এর বিবেচনাতেও এম২ চিপে বড় অগ্রগতি এনেছে অ্যাপল। ১০ কোরের জিপিইউ আছে এম২ চিপে, যা এম১ এর তুলনায় দুটি বেশি। মেমোরি ব্যান্ডওয়াইডথ এবং ক্যাশ মেমোরি আরও বড় হওয়ায় গ্রাফিক্স পারফর্মেন্স আরও উন্নত হবে বলে আশা করছে ভার্জ। জিপিইউ-এর বেলায় ৩৫ শতাংশ ‘আরও ভালো’ পারফর্মেন্সের প্রতিশ্রুতি দিয়েছে অ্যাপল।

আর প্রথম ডিভাইস হিসেবে এম২ চিপ পাচ্ছে অ্যাপলের জনপ্রিয় ল্যাপটপ মডেল, ম্যাকবুক এয়ার। নতুন চিপের পাশাপাশি ডব্লিউডব্লিউডিসিতে নতুন ম্যাকবুক এয়ারও দেখিয়েছে অ্যাপল। বাহ্যিক নকশার বিবেচনায় লক্ষণীয় পরিবর্তন এসেছে নতুন ম্যাকবুক এয়ারে।