২ গিগাবাইটের ফাইল পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2022 02:53 PM BdST Updated: 06 May 2022 02:53 PM BdST
-
ছবি: রয়টার্স
অ্যাটাচমেন্ট হিসেবে সর্বোচ্চ ২ গিগাবাইট আকারের ফাইল পাঠানোর সুবিধা যোগ হচ্ছে হোয়াটসঅ্যাপে, যেখানে এখন সর্বোচ্চ ১০০ মেগাবাইটের ফাইল পাঠানো সম্ভব।
পাশাপাশি মেসেজের প্রতিক্রিয়ায় ইমোজি দিয়ে মনের ভাব প্রকাশে চালু হচ্ছে নতুন ফিচার। গ্রুপ চ্যাটে সর্বোচ্চ অংশগ্রহণকারীর সংখ্যাও ২৫৬ থেকে বাড়িয়ে ৫১২ তে নিচ্ছে হোয়াটসঅ্যাপ।
নতুন ফিচারগুলো ‘শিগগিরই আসছে’ বলে এপ্রিল মাসেই ঘোষণা দিয়েছিল হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা।
মেসেজে ইমোজি দিয়ে রিঅ্যাক্ট করার ফিচার নিয়ে মেটা বলেছিল, প্রথম অবস্থায় নির্দিষ্ট কিছু ইমোজির মধ্যে ফিচারটি সীমবদ্ধ থাকলেও পরে সকল ইমোজিই তাতে যোগ হবে।
মেসেজে রিঅ্যাক্ট করার সুবিধা অনেক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে জনপ্রিয় একটি ফিচার । স্ল্যাক ও টেলিগ্রামের মত অ্যাপে এই ফিচার চালু আছে আগে থেকেই। গ্রুপ চ্যাটে বাড়তি কথা না বলেই নিজের অনুভূতি জানানোর সুযোগ পান ব্যবহারকারী।
এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আরও বড় গ্রুপ চ্যাটের ফিচারটি তারা চালু করবে কিছুটা ‘ধীরে’। অর্থাৎ, প্ল্যাটফর্ম এবং ডিভাইসভেদে এ সুবিধা পেতে ব্যবহারকারীদের অপেক্ষা করতে হবে।
তবে ইমোজি রিঅ্যাকশন এবং বড় আকারের অ্যাটাচমেন্ট ফাইল পাঠানোর ফিচার দুটি হোয়াটসঅ্যাপের বর্তমান সংস্করণেই যোগ হচ্ছে।
মেটা মুখপাত্র ভিসপি ভোপ্তি টেক ওয়েবসাইট ভার্জকে বলেছেন, ইমোজি রিঅ্যাকশন ফিচারটি সকল ব্যবহারকারীর কাছে পৌঁছাতে ‘সপ্তাহখানেক’ সময় লাগবে।
-
স্মার্টফোনের বিক্রি কমলেও ‘সুদিন’ চলছে স্যামসাংয়ের
-
ট্রিলজিতে ‘ভজঘট’, জিটিএ ৬-এর দিকে ঝুঁকছে রকস্টার
-
গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
-
ভারত সরকারকে ‘চ্যালেঞ্জ’ টুইটারের
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
সর্বাধিক পঠিত
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের