ইনটেলের কারখানা ব্যবহারে ‘আগ্রহী’ এনভিডিয়া

ইনটেলের কারখানা ব্যবহার করে উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখতে আগ্রহের কথা বলেছেন এনভিডিয়া প্রধান।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2022, 10:20 AM
Updated : 24 March 2022, 10:45 AM

কয়েক মাস আগেই প্রস্তাবিত নতুন কারখানার সক্ষমতা অন্য উৎপাদকদের ব্যবহার করতে দেওয়ার কথা বলেছিল ইনটেল।

“তারা তাদের ফ্যাক্টরি আমাদেরকে ব্যবহার করতে দিতে চায়। আমরা এ সম্ভাবনা খতিয়ে দেখতে খুবই আগ্রহী।” এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং বুধবার সাংবাদিকদের সঙ্গে এক আলাপে এ কথা বলেন।‎

‎গত বছরের গোড়ার দিকেও ইনটেল তার নিজের কারখানায় উৎপাদিত চিপের প্রায় পুরোটা নিজের নকশায় তৈরি করছিল। এরপর চিপ উৎপাদনে একসময়ের শীর্ষ প্রতিষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে শত শত কোটি ডলারের বেশ কয়েকটি কারখানা স্থাপনের উদ্যোগ নেয়। নির্মাণ শেষে সেগুলোর অংশবিশেষ অন্য উৎপাদকদের ভাড়া দেওয়ার কথাও বলেন ইনটেল সিইও, যা ফাউন্ড্রি ব্যবসা নামে পরিচিত।

এনভিডিয়া’র সাম্প্রতিক এই আগ্রহ প্রকাশের পরপরই ইনটেলের শেয়ারের দাম শতকরা আড়াই ভাগ বাড়ার কথা প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।‎

ইনটেলের চিপ কারখানা ব্যবহারে কোন কোন নির্মাতা প্রকাশ্যে ঘোষণা দেয় সে দিকে নজর রয়েছে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের। গত বছরই ইনটেল জানিয়েছে, কোয়ালকম এবং অ্যামাজন তার গ্রহক হবে।

বুধবার মার্কিন সিনেটের শুনানির পর ‎ইনটেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার রয়টার্সকে বলেন, তার কোম্পানির “ফাউন্ড্রি ক্ষমতা ব্যবহারে তাদের আগ্রহের বিষয়ে রোমাঞ্চিত।” কোনো নির্দিষ্ট সময়সীমার কথা না বললেও তিনি বলেন, এনভিডিয়ার সঙ্গে “আলোচনা চলছে”।‎

তবে, বার্নস্টাইন বিশ্লেষক স্টেসি রাসগন হুয়াং-এর মন্তব্য সম্পর্কে বলেন, “আমি নিশ্চিত, তিনি আরও বিকল্প পেতে আগ্রহী। আর যে কথা বলেছেন, সেটা বলার জন্য তো কোনও অর্থ খরচ হয় না।”

“তারা যখন কারখানায় পৌঁছাবে তখন আসলে বোঝা যাবে এর চেহারা কেমন দাঁড়ায়।”

‎বর্তমানে এনভিডিয়া চিপের বেশিরভাগ তৈরি করে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোং। হুয়াং বলেন, “টিএসএমসির ক্যালিবারে একটি ফাউন্ড্রি হতে পারা এখন আর তাক লাগানো বিষয় নয়।”

“কেবল উৎপাদন নয়, পরিবর্তন আসা উচিৎ পরিষেবার সংস্কৃতিতে।”

‎ইনটেলের মতো প্রতিযোগীর সঙ্গে কাজের বিষয়ে উদ্বিগ্ন হওয়ার বিষয় আছে কি না সে বিষয়ে এক প্রশ্নের জবাবে হুয়াং বলেন, শিল্পে অংশীদারদের সঙ্গে বিশ্বাস স্থাপন এবং কাজ করা গুরুত্বপূর্ণ। এনভিডিয়া দীর্ঘদিন ধরেই ইনটেলসহ অনেক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করছে।‎

‎"ইনটেল বছরের পর বছর ধরে আমাদের অনেক গোপন বিষয় জানে।"