ইউক্রেইনে অ্যান্ড্রয়েড ফোনে বিমান হামলার সতর্ক বার্তা দেবে গুগল
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2022 02:05 PM BdST Updated: 11 Mar 2022 02:14 PM BdST
-
ছবি: রয়টার্স
ইউক্রেইনের নাগরিকদের জন্য মোবাইল ফোনে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক বার্তা পাঠানোর নতুন ফিচার চালু করছে গুগল।
এর ফলে হামলা শুরু হওয়ার আগেই সরাসরি নিজের ফোনে সতর্ক বার্তা পাবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।
নতুন ফিচারটি বানাতে ভূমিকম্প সতর্ক বার্তার প্রযুক্তিগত অবকাঠামো ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড নির্মাতা গুগল। এ বিষয়ে ইউক্রেইন সরকারের সঙ্গে কাজ করার কথাও বৃহস্পতিবার জানিয়েছে তারা।
এক ব্লগ পোস্টে গুগল লিখেছে, “দুঃখজনক বিষয় হল, ইউক্রেইনের লাখো মানুষকে এখন বিমান হামলার সতর্ক বার্তার উপর নির্ভর করে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হচ্ছে।”
গুগলের অ্যান্ড্রয়েড প্রকৌশল বিভাগের ভাইস-প্রেসিডেন্ট ডেভ বার্ক বলছেন, হামলার আগে জনগণকে সতর্ক করতে ইউক্রেইন সরকার যে সতর্কবার্তা দেয়, সেটার ওপর ভিত্তি করেই অ্যান্ড্রয়েড পিং পাঠানো হবে। আর দ্রুত সেই বার্তা যাতে গ্রাহকের হাতে যায়, সেজন্য গুগলের ভূমিকম্প সতর্ক বার্তা দেওয়ার প্রযুক্তিই ব্যবহার করা হচ্ছে।

ইউক্রেইনে সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়ার বাজারে নিজের উপস্থিতি কমিয়ে এনেছে গুগল। নিজস্ব প্ল্যাটফর্মগুলোতে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমের আয়ের পথও তারা বন্ধ করেছে। ইউরোপে প্লে স্টোর থেকে মুছে দেওয়া হয়েছে সংবাদমাধ্যমগুলোর অ্যাপ।
প্রযুক্তিবিষয়ক খবরের ওয়েবসাইট ভার্জ জানিয়েছে, গুগল প্লে সেবার এপিকে (APK) ফাইল বিশ্লেষণ করে আনুষ্ঠানিক ঘোষণার আগেই সতর্ক বার্তার ফিচারটি চিহ্নিত করেছিল মোবাইল অ্যাপ নির্মাতাদের ওয়েবসাইট এক্সডিএ ডেভেলপার্স।
গুগল ১ মার্চ বলেছিল, “নিজস্ব পণ্য দিয়ে, সাইবার হুমকির বিপরীতে প্রতিরক্ষা নিশ্চিত করে, নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করে ইউক্রেইনের জনগণকে সহযোগিতা এবং ওই অঞ্চলে আমাদের সহকর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি আমরা।”
-
স্মার্টফোনের বিক্রি কমলেও ‘সুদিন’ চলছে স্যামসাংয়ের
-
ট্রিলজিতে ‘ভজঘট’, জিটিএ ৬-এর দিকে ঝুঁকছে রকস্টার
-
গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
-
ভারত সরকারকে ‘চ্যালেঞ্জ’ টুইটারের
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ