নিনটেনডোর গেইমও কেনা যাচ্ছে না রাশিয়ায়

ইউক্রেইনে সামরিক আগ্রাসনের পর থেকে একের পর এক গেইমিং প্রতিষ্ঠান রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এ তালিকায় এবার যোগ হলো গেইম নির্মাতা জাপানি প্রতিষ্ঠান নিনটেনডোর নাম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2022, 11:05 AM
Updated : 6 March 2022, 11:05 AM

নিনটেনডো তাদের ই-শপ সেবা রাশিয়াতে ‘মেইনটেনেন্স মোডে’ রাখার কথা রাশিয়ান ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

“নিনটেনডো ই-শপে ‘রুবল’ পরিশোধ সেবা বন্ধ করার ফলে ই-শপ সাময়িকভাবে ‘মেইনটেনেন্স মোডে’ আছে।”

এই পদক্ষেপের ফলে রাশিয়ান গেইমাররা প্রতিষ্ঠানটির গেইমগুলো কিনতে পারবেন না।

এ অসুবিধার জন্য নিনটেনডো “আন্তরিকভাবে দুঃখ” প্রকাশ করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে ভার্জ।

কিন্তু নিনটেনডো রাশিয়ায় কী ধরনের পরিশোধ সেবা ব্যবহার করে, তা স্পষ্ট নয়।

এর আগে মাইক্রোসফট জানিয়েছে, তারা এক্সবক্সের হার্ডওয়্যার ও সফটওয়্যারসহ রাশিয়াতে তাদের নতুন কোন পণ্য বিক্রি করবে না।

পাশাপাশি, রাশিয়া ও বেলারুশে গেইমিং প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক আর্টস’ এবং ‘সিডি প্রোজেক্ট রেড’ গেইম বিক্রি বন্ধ করেছে।

রাশিয়ার প্লেস্টেশন স্টোরে গেইমিং প্রতিষ্ঠান সনির গেইম ‘জি টি ৭’ বিক্রি বন্ধ করেছে,যার অসম্ভব চাহিদা ছিল ২০২২ সালে।

প্রতিবেদনে ভার্জের প্রতিবেদক বলছেন, “আমি গেইমটি রাশিয়ার প্লে স্টোরে খুঁজে পাচ্ছি না।”

এ বিষয়ে সনির কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।