নিনটেনডোর গেইমও কেনা যাচ্ছে না রাশিয়ায়
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2022 05:05 PM BdST Updated: 06 Mar 2022 05:05 PM BdST
-
ছবি: রয়টার্স
ইউক্রেইনে সামরিক আগ্রাসনের পর থেকে একের পর এক গেইমিং প্রতিষ্ঠান রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এ তালিকায় এবার যোগ হলো গেইম নির্মাতা জাপানি প্রতিষ্ঠান নিনটেনডোর নাম।
নিনটেনডো তাদের ই-শপ সেবা রাশিয়াতে ‘মেইনটেনেন্স মোডে’ রাখার কথা রাশিয়ান ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।
“নিনটেনডো ই-শপে ‘রুবল’ পরিশোধ সেবা বন্ধ করার ফলে ই-শপ সাময়িকভাবে ‘মেইনটেনেন্স মোডে’ আছে।”
এই পদক্ষেপের ফলে রাশিয়ান গেইমাররা প্রতিষ্ঠানটির গেইমগুলো কিনতে পারবেন না।
এ অসুবিধার জন্য নিনটেনডো “আন্তরিকভাবে দুঃখ” প্রকাশ করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে ভার্জ।
কিন্তু নিনটেনডো রাশিয়ায় কী ধরনের পরিশোধ সেবা ব্যবহার করে, তা স্পষ্ট নয়।
এর আগে মাইক্রোসফট জানিয়েছে, তারা এক্সবক্সের হার্ডওয়্যার ও সফটওয়্যারসহ রাশিয়াতে তাদের নতুন কোন পণ্য বিক্রি করবে না।
পাশাপাশি, রাশিয়া ও বেলারুশে গেইমিং প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক আর্টস’ এবং ‘সিডি প্রোজেক্ট রেড’ গেইম বিক্রি বন্ধ করেছে।
রাশিয়ার প্লেস্টেশন স্টোরে গেইমিং প্রতিষ্ঠান সনির গেইম ‘জি টি ৭’ বিক্রি বন্ধ করেছে,যার অসম্ভব চাহিদা ছিল ২০২২ সালে।
প্রতিবেদনে ভার্জের প্রতিবেদক বলছেন, “আমি গেইমটি রাশিয়ার প্লে স্টোরে খুঁজে পাচ্ছি না।”
এ বিষয়ে সনির কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল