তথ্য-প্রযুক্তি, প্রোগ্রামিং ও অন্যান্য সফটওয়্যার খাতে কর্মস্থল থেকে দূরে বসে বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ চাকরিগুলোর ক্ষেত্রে ভিডিও ইন্টারভিউতে চাকরিদাতাদের বোকা বানাতে ডিপফেইক প্রযুক্তি ব্যবহার করছে প্রতারকর ...
এই অ্যাপ্লিকেশনে অভিভাবকরা এক ক্লিকে তাদের পছন্দের স্কুল সম্পর্কে ৩৬ ধরনের তথ্য ও বিশ্লেষণ জানতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ জন্য তাদের সময় ও অর্থ ব্যয় করে স্কুলে-স্কুলে যেতে হবে না।
ওয়েব অ্যাপ্লিকেশনটিতে অভিভাবক চাইলে তার পছন্দের একাধিক স্কুলের তথ্য তুলনাও করতে পারবেন। এতে বর্তমানে ঢাকার প্রায় ছয়শ’ স্কুলের তথ্য পাওয়া যাচ্ছে।
‘কোন স্কুল’ তৈরি হয়েছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) প্রকাশিত উন্মুক্ত তথ্যের ভিত্তিতে। উম্মুক্ত ডেটাকে ব্যবহারোপযোগী করে মানুষের কল্যাণে কাজে লাগানো সম্ভব। সে চিন্তা থেকে 'কোন স্কুল' অ্যাপ্লিকেশনটি তারা তৈরি করেছেন।
ব্যবহারকারীরা বিনামূল্যে নিবন্ধন করে অ্যাপ্লিকেশটির সব ফিচার উপভোগ করতে পারবেন।