ফোকসভাগেনকে নতুন উন্নত অটো চিপ সরবরাহ করবে স্যামসাং

সম্প্রতি নতুন অটো চিপ নিয়ে এসেছে স্যামসাং, লক্ষ্য গাড়ির উন্নত চিপের চাহিদা মেটানো। এর মধ্যে এলজি ইলেকট্রনিক্সের তৈরি ফোকসভাগেনের ইনফোটেইনমেন্ট সিস্টেমও রয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2021, 11:20 AM
Updated : 1 Dec 2021, 11:20 AM

রয়টার্সের প্রতিবেদন বলছে, আরও বেশি বিনোদনধর্মী কর্মকাণ্ড এবং গাড়ির বর্ধিত বিদ্যুচ্চালিত উপাদান সামাল দিতে পারবে এমন “উচ্চ প্রযুক্তির” অটোমোটিভ চিপের চাহিদা বাড়ছে।

এদিকে, সক্রিয়ভাবে এ ক্রমবর্ধমান চাহিদা নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে স্যামসাং।

নতুন চিপগুলো তৈরি করেছে স্যামসাংয়ের লজিক চিপ ডিজাইন ব্যবসা ‘সিস্টেম এলএসআই’। এর মধ্যে একটি চিপে ৫জি টেলিযোগাযোগ সক্ষমতা রয়েছে যা ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় ‘হাই-ডেফিনেশন’ ভিডিও কন্টেন্ট ডাউনলোড করা সম্ভব হবে। এ ছাড়াও রয়েছে এক শক্তি ব্যবস্থাপনা চিপ যা বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা নিশ্চিত করবে।

তৃতীয় চিপটি হচ্ছে ইনফোটেইনমেন্ট প্রসেসর যা দিয়ে একই সঙ্গে চারটি ডিসপ্লে এবং ১২টি ক্যামেরা নিয়ন্ত্রণ করা যায়। এটি ব্যবহার করা হয়েছে ফোকসভাগেনের ‘ইন কার অ্যাপ্লিকেশন সার্ভার (আইক্যাস) ৩.১ নামে পরিচিত উচ্চ ক্ষমতার কম্পিউটারে। সিস্টেমটি ফোকসভাগেনকে তৈরি করে দিয়েছে আরেক দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান এলজি ইলেকট্রনিক্স।