‘নিরবেই’ নতুন গ্যালাক্সি এ০৩ দেখালো স্যামসাং

নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৩ উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। র‌্যাম ও স্টোরেজের হিসাবে তিন + ৩২ গিগাবাইট, চার + ৬৪ গিগাবাইট এবং চার + ১২৮ গিগাবাইট অপশনে পাওয়া যাবে ফোনটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2021, 01:27 PM
Updated : 27 Nov 2021, 01:27 PM

এতে রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি এলইডি ডিসপ্লে। থাকছে অক্টা-কোর ১.৬ গিগাহার্টজ প্রসেসর। তবে, ঠিক কোন চিপসেট ব্যবহার করা হয়েছে তা এখনও নিশ্চিত করেনি নির্মাতা প্রতিষ্ঠানটি।

কোনো মাইক্রোএসডি কার্ডের অপশন আছে কি না তা-ও জানা যায়নি এখনও। তবে, এর ব্যাটারি সক্ষমতা থাকছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের। বাড়তি হিসেবে ব্যবহারকারীরা পাবেন ডলবি অ্যাটমস সমর্থন। সচরাচর বাজেট ফোনে দেখা যায় না এ সুবিধাটি।

ফোনটিতে দেখা মিলবে ডুয়াল ক্যামেরা সেটআপের। মূল সেন্সর হবে ৪৮ মেগাপিক্সেল সক্ষমতার। এ ছাড়াও থাকবে দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। পোর্ট্রেইট মোডে বাড়তি ইফেক্ট যোগ করবে সেন্সরটি। ফোনটির সামনে থাকছে পাঁচ মেগাপিক্সেল সক্ষমতার ক্যামেরা।

অনেকটা নিরবেই যেন নতুন ফোন আনলো স্যামসাং, – এক প্রতিবেদনে এ ফোন প্রসঙ্গে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশ। গ্যালিক্স এ০২ এর উত্তরসূরী গ্যালাক্সি এ০৩ -এর দাম সম্পর্কে এখনও কিছু জানায়নি নির্মাতা প্রতিষ্ঠানটি।