বিটকয়েনে বেতন চান নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2021 02:27 PM BdST Updated: 05 Nov 2021 02:27 PM BdST
-
ছবি: রয়টার্স
নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসাবে নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম তিন মাসের বেতন বিটকয়েন হিসেবে চান বলে টুইট করেছেন এরিক অ্যাডামস। নিউ ইয়র্ক সিটিকে ক্রিপ্টোকারেন্সি শিল্পের কেন্দ্রে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক দলের এই প্রতিনিধি।
এরিক অ্যাডামস নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ২০২২ সালের ১ জানুয়ারি থেকে। তিনি ৪ নভেম্বর টুইটে করেছেন, “নিউ ইয়র্কে আমরা সব কিছুই বড় করে করি, তাই মেয়র হওয়ার পর আমার প্রথম তিনটি বেতন আমি বিটকয়েনের মাধ্যমে নেব। ক্রিপ্টোকারেন্সিসহ অন্যান্য উদ্ভাবনী শিল্পের কেন্দ্রে থাকবে নিউ ইয়র্ক।”
প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ বলছে, অ্যাডামসের বিটকয়েনের বেতন নাওয়ার ঘোষণার বাস্তবে কার্যকর হওয়ার হওয়ার সম্ভাবনা কম। বিটকয়েনের বাজার মূল্য অস্থিতিশীল। এই পরিস্থিতিতে প্রথম প্রশ্ন হয়ে দাঁড়াবে অস্থিতিশীল মূল্যের বাজারে মার্কিন ডলারের সঙ্গে সমতূল্য বিটকয়েন নির্ধারণ।
অ্যাডামসের টুইটের পেছনে প্রযুক্তি প্রেমের চেয়ে মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজের প্রতি প্রতিযোগিতামূলক মনোভাবই বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছে ভার্জ। সম্প্রতি এক মাসের বেতন বিটকয়েনের মাধ্যমে নেওয়ার ঘোষণা দিয়েছেন সুয়ারেজ।
In New York we always go big, so I’m going to take my first THREE paychecks in Bitcoin when I become mayor. NYC is going to be the center of the cryptocurrency industry and other fast-growing, innovative industries! Just wait!
— Eric Adams (@ericadamsfornyc) November 4, 2021
সিএনবিসি বলছে, দুই মেয়রই তাদের শহরকে বিকেন্দ্রিক মুদ্রা বাণিজ্যের কেন্দ্রে নিয়ে আসতে চাইছেন। নিউ ইয়র্কে ক্রিপ্টোকারেন্সি খাতে বিনিয়োগের গতি কমে আসার কারণ খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন অ্যাডামস। অন্যদিকে ‘মায়ামিকয়েন’ নামের একটি প্রকল্পে জোর সমর্থন দিচ্ছেন সুয়ারেজ। মায়ামি শহরের সরকারি কর্মীদের বেতন ও কর পরিশোধের কাজে বিটকয়েন প্রচলনের আশাও করছেন তিনি।
উল্লেখ্য, এ বছরেই ব্লকচেইন ডটকম মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের সদরদপ্তর নিউ ইয়র্ক থেকে সরিয়ে মায়ামিতে স্থানান্তরিত করেছে। মায়ামিতে আয়োজিত এক সম্মেলনেই এল সালভাদরের প্রেসিডেন্ট বিটকয়েনকে দেশটির বৈধ মুদ্রা হিসেবে প্রচলনের ঘোষণা দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের দুই মেয়র আদৌ তাদের বেতন বিটকয়েনে নিতে পারবেন কি না, সেই বিষয়টি নিশ্চিত নয়। তবে উদীয়মান প্রযুক্তিখাত নিয়ে দুই শহরের মেয়রের এমন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ আচরণ, বর্তমান রাজনীতিবিদরা যে মুদ্রা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন সেটাই ইঙ্গিত করে বলে মন্তব্য করেছে ভার্জ।
-
ইনস্টাগ্রামে পোস্ট মোছার জন্য ‘ঘুষ সেধেছিল ইরান’
-
অবশেষে কপি, পেস্ট শর্টকাট আসছে গুগল ড্রাইভে
-
টুইটারের বিনিয়োগকারীর মামলা মাস্কের বিরুদ্ধে
-
গোপনতা নীতিমালায় পরিবর্তন আনছে মেটা
-
মিথ্যাচারের মামলায় ১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার
-
ব্রেক্সিটের ইমেইল ফাঁস করেছে রুশ হ্যাকাররা: গুগল
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো