আইওএস থেকে পিক্সেল ফোনেও যাবে হোয়াটসঅ্যাপের ‘চ্যাট হিস্ট্রি’

এখন পিক্সেল ফোনে পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপের ‘ক্রস-প্ল্যাটফর্ম চ্যাট হিস্ট্রি ট্রান্সফার ফিচার’। শুরুতে সেপ্টেম্বরে স্যামসাং গ্যালাক্সি ডিভাইসের মাধ্যমে এসেছিল ফিচারটি। এখন অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে বাড়ছে এর পরিসর।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2021, 11:14 AM
Updated : 27 Oct 2021, 11:14 AM

এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, এখন থেকে ভয়েস মেমো, ছবি ও ভিডিওসহ পুরো মেসেজ হিস্ট্রি আইফোন থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে স্থানান্তর করে নেওয়া যাবে। তবে, স্যামসাংয়ের ন্যূনতম অ্যান্ড্রয়েড ১০ চালিত ফোনে সুবিধাটি পাওয়া গেলেও, অন্য ডিভাইসের বেলায় অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে মিলবে সুবিধাটি। ফলে আপাতত শুধু পিক্সেল ডিভাইসেই চোখে পড়বে ‘ক্রস-প্ল্যাটফর্ম চ্যাট হিস্ট্রি ট্রান্সফার’-এর।

গুগল অবশ্য জানিয়েছে, তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম চালিত নতুন স্মার্টফোনে শীঘ্রই আসবে ফিচারটি।

আগের মতোই ফিচারটি এতো সহজে ব্যবহার করা যাচ্ছে না। এটি ব্যবহারে ব্যবহারকারীর ‘লাইটনিং টু ইউএসবি-সি’ কেবলের প্রয়োজন পড়বে এবং সেটির মাধ্যমে ডিভাইস দুটিকে সংযুক্ত করে নিতে হবে। এ ছাড়াও নতুন অ্যান্ড্রয়েড ফোন সেটআপ করে নেওয়ার সময় কিউআর কোডেরও প্রয়োজন পড়বে।

সেপ্টেম্বরে স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপের নতুন এ ফিচারটি যাত্রা শুরু করেছিল।