আবহাওয়ার কারণে পেছালো শ্যাটনারের মহাকাশ যাত্রা

আবহাওয়ার কারণে উইলিয়াম শ্যাটনারের মহাকাশ যাত্রা এক দিন পেছালো ব্লু অরিজিন। আগে যে তারিখ জানানো হয়েছিল, সেদিন উৎক্ষেপন সাইটে প্রচণ্ড বাতাস থাকবে বলে জানা গেছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2021, 11:35 AM
Updated : 11 Oct 2021, 11:35 AM

কথা ছিল টেক্সাসের ভ্যান হর্সের স্পেসপোর্ট থেকে মঙ্গলবার যাত্রা শুরু করবে ব্লু অরিজিনের মহাকাশযান। এখন তা পিছিয়ে নিয়ে আসা হয়েছে বুধবারে।

নতুন সিদ্ধান্ত অনুসারে অক্টোবরের ১৩ তারিখ (বাংলাদেশ সময় সাড়ে সাতটা নাগাদ) মহাকাশের উদ্দেশ্যে রওনা হবেন শ্যাটনার।

ব্লু অরিজিন ওয়েবসাইটের এক বিবৃতি বলছে, নিউ শেপার্ড এন-এস১৮ মিশনের সব আবশ্যিকতা পূরণ করেছে, এবং নভোচারীরাও তাদের প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন। “শুধু আবহাওয়াই এখন উৎক্ষেপন সময়ের প্রতিবন্ধকতা।”– বলা হয়েছে বিবৃতিতে।

অক্টোবরের প্রথম সপ্তাহে ব্লু অরিজিন জানায়, স্টার ট্রেকের ক্যাপ্টেন জেমস টি. কার্ক নামে পরিচিতি শ্যাটনারকে মহাকাশে নিয়ে যাবে তারা। বর্তমানে শ্যাটনারের বয়স ৯০। হিসেবে তিনিই হবেন মহাকাশে ভ্রমণকারী প্রবীণতম ব্যক্তি।

এটি ব্লু অরিজিনের দ্বিতীয় মানব ক্রু ফ্লাইট। এর আগে নিজ ভাই মার্ক বেজোসকে নিয়ে মহাকাশের প্রান্ত থেকে ঘুরে এসেছিলেন জেফ বেজোস।