জেনেও ত্রুটি এড়িয়েছে অ্যাপল, ঝুঁকিতে লাখো আইফোন
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2021 06:07 PM BdST Updated: 26 Sep 2021 06:07 PM BdST
-
ছবি: রয়টার্স
নতুন তিন হুমকির মুখে পড়েছেন আইফোন মালিকরা। ইঙ্গিত মিলেছে, তিন হুমকির জন্য অ্যাপল-ই দায়ী। অজ্ঞাতনামা এক গবেষক আইওএস ১৪ এবং আইওএস ১৫-তে থাকা ওই তিন ‘জিরো-ডে’ ত্রুটি প্রকাশ্যে তুলে এনেছেন সম্প্রতি।
ফোর্বসের প্রতিবেদন বলছে, ত্রুটি তিনটির কারণে বিশ্বের লাখো লাখো আইফোন এখন ঝুঁকির মুখে রয়েছে। গবেষকের দাবি, অ্যাপলকে ত্রুটিগুলো সম্পর্কে কয়েক মাসে আগেই জানিয়েছিলেন তিনি, কিন্তু অ্যাপল কোনো ব্যবস্থা নিতে রাজি না হওয়ায় সেগুলোকে এখন প্রকাশ্যে এনেছেন। মূল উদ্দেশ্য - অ্যাপলকে ব্যবস্থা নিতে বাধ্য করা।
“আমি এ বছরের ১০ মার্চ থেকে চার মে-এর মধ্যে চারটি জিরো ডে ত্রুটির ব্যাপারে অভিযোগ করেছি। এখন পর্যন্ত সর্বশেষ আইওএস সংস্করণ (১৫.০) এ তিনটি ত্রুটি বহাল তবিয়তে রয়েছে এবং আইওএস ১৪.৭ সংস্করণে একটি ত্রুটি ঠিক করা হয়েছে। কিন্তু অ্যাপল এ ব্যাপারটি গোপন করতে চেয়েছে এবং সিকিউরিটি কন্টেন্ট পেইজে তালিকাভুক্ত করেনি”। – লিখেছেন ‘ইলিউশনঅফকেওস’ ছদ্মনামের ওই গবেষক।
“আমি যখন তাদের এ ব্যাপারে জিজ্ঞাসা করেছি, তারা ক্ষমা চেয়েছে, আমাকে নিশ্চিত করেছে যে প্রক্রিয়াকরণ সমস্যার কারণেই এমননটা হয়েছে এবং পরবর্তী আপডেটে সিকিউরিটি কন্টেন্ট পেইজে এটি তালিকাভুক্তিকরণেরও প্রতিশ্রুতি দিয়েছে। তারপর থেকে তিনটি রিলিজ এসেছে এবং প্রত্যেকবারই তারা আমাকে দেওয়া প্রতিশ্রুতি ভেঙেছে।”
“দশদিন আগে আমি একটি ব্যাখ্যা চেয়েছি এবং তাদেরকে সতর্ক করেছি যে আমি আমার গবেষণা প্রকাশ্যে নিয়ে আসব যদি কোনো ব্যাখ্যা না পাই। আমার অনুরোধ রাখা হয়নি, তাই আমি যা বলেছি তা-ই করছি। আমার কার্যক্রমে দায়িত্বশীল প্রকাশ নির্দেশিকা অনুসরণ করা হয়েছে (গুগল প্রজেক্ট জিরোতে ত্রুটির ব্যাপারে ভেন্ডরকে জানানোর ৯০ দিন পর তা প্রকাশ করা হয়, জেডিআই এর বেলায় ১২০ দিন)। আমি আরও বেশি অপেক্ষা করেছি, একটি কেসে প্রায় অর্ধেক বছর পর্যন্ত।” - জিরো ডে ত্রুটি প্রকাশ্যে জানিয়ে দেওয়া প্রসঙ্গে লিখেছেন ওই গবেষক।
ফোর্বস বলছে, এখানে অ্যাপল ভক্তদের জন্য দুটি উদ্বেগ তৈরি হয়েছে। প্রথমটি হলো এই তিন জিরো ডে হুমকির মুখে পড়া। আর দ্বিতীয়টি হলো, এটি হয়তো সামনে আসা একটি ঘটনা মাত্র। হয়তো আরও বহু গবেষকের সতর্কতায় সাড়া দেয়নি অ্যাপল এবং অনেক জিরো ডে ত্রুটি রয়ে গেছে।
অ্যাপল ধীর্ঘ সময় ধরেই ব্যবহারকারীর সামনে নিজেদেরকে গোপনতা মোড়কে উপস্থাপন করেছে। কিন্তু সাম্পতিক সময়ে সে ভাবমূর্তিতেও ফাটল ধরেছে। নতুন তিন ত্রুটি প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল।
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচ ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
-
আসছে ‘রাসবেরি পাই পিকো’র ওয়াই-ফাই সংস্করণ
-
মরণোত্তর ‘মেডাল অফ ফ্রিডম’ পাচ্ছেন স্টিভ জবস
-
ফেইসবুক পাসওয়ার্ড চুরি করছে ‘মেসেঞ্জার চ্যাটবট’
-
জুলাইয়ে আসবে হেলো ইনফিনিট-এর ‘কো-অপ মোড’
-
মামলা নিষ্পত্তিতে অ্যাপ নির্মাতাদের জরিমানা দেবে গুগল
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- সাকিবকেও হারিয়ে চাপে বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন