পর্দায় টাচ-আইডি, ফোল্ডএবল- আইফোন নিয়ে ভবিষ্যদ্বাণী কুয়ো’র

পর্দার মধ্যেই টাচ-আইডি প্রযুক্তিওয়ালা আইফোন আসতে পারে ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে। আর ফোল্ডএবল আইফোনের দেখা মিলতে পারে ২০২৪ সালে। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছেন অ্যাপল বিশ্লেষক মিং চি কুয়ো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2021, 08:11 AM
Updated : 21 Sept 2021, 08:11 AM

এ ছাড়াও খ্যাতিমান এই অ্যাপল বিশ্লেষক আরও জানিয়েছেন, আইফোন ১৪ প্রো মডেলে হোল পাঞ্চ ডিসপ্লে নকশা এবং ৪৮ মেগাপিক্সেল ওয়াইড লেন্সের দেখা মিলতে পারে।

ম্যাকরিউমার্সের প্রতিবেদন বলছে, কুয়োর আগের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ২০২২ সালের দ্বিতীয়ার্ধে পর্দার নিচে টাচ-আইডি সম্বলিত আইফোন আসার কথা ছিলো। কিন্তু তার সাম্প্রতিক গবেষণা নোট বলছে ভিন্ন কথা। মূলত প্রত্যাশার তুলনায় গবেষণা ও উন্নয়নের কাজ ধীরগতিতে এগোনোর কারণেই দেরিতে আসবে পর্দার নিচের টাচ-আইডি সম্বলিত আইফোন।

ঠিক একইরকমভাবে কুয়ো’র ধারণা ছিলো, ফোল্ডএবল আইফোন আসবে ২০২৩ সালে। কিন্তু এখন তিনি বলছেন, এটি আসবে ২০২৪ সালে।

এ তথ্যগুলো বাদে বিস্তারিত আর কিছু বলেননি কুয়ো। ফলে কোন আইফোন মডেলগুলোতে পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে, সে ব্যাপারেও কোনো ইঙ্গিত মেলেনি।

ম্যাকরিমার্সের প্রতিবেদন বলছে, ফেইস আইডির সঙ্গে পর্দার নিচের টাচ-আইডি’র সংশ্লিষ্টতা থাকতে পারে। ফলে ব্যবহারকারীরা ফোন আনলকের ক্ষেত্রে পেতে পারেন একাধিক বায়োমেট্রিক যাচাইকরণ সুযোগ।