‘মাঝারি রেঞ্জের’ এফ১৯ প্রো সেটের দাম কমালো অপো

এফ১৯ প্রো এর দাম কমালো অপো। হ্যান্ডসেটটি এখন দুই হাজার টাকা কমে এখন ২৬,৯৯০ টাকায় কেনা যাবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2021, 12:44 PM
Updated : 10 August 2021, 12:44 PM

সারাদেশে কঠোর লকডাউন ও অপোর ফ্রি হোম ডেলিভারি সেবার মধ্যেই এই অফার চলমান রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঘরে বসে প্রতিষ্ঠানটির কাস্টমার সাপোর্ট হটলাইনে কল করে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ফোনটি অর্ডার করা যাবে। লকডাউন শেষ হলে দেশের সকল অপো স্টোর থেকেও ফোনটি কেনা যাবে।

৬.৪৩ ইঞ্চি ডিজাইনের আল্ট্রা স্লিম ফোনটির ওজন ১৭২ গ্রাম এবং পুরুত্ব ৭.৮ মিলিমিটার। সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৯০.৮ শতাংশ। মিডিয়া টেক হেলিও পি-৯৫ প্রসেসরের ফোনটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। ৪৩১০ এমএইচ ব্যাটারির ফোনটিতে রয়েছে ৩০ ওয়াট দ্রুত চার্জিং ভুক ফ্ল্যাশ চার্জার। যা দিয়ে ৫ মিনিট চার্জে কথা বলা যাবে ৩.২ ঘণ্টা।

মিড রেঞ্জের এই ফোনটির ডুয়াল ভিউ ভিডিও সুবিধাকে এর "সবচেয়ে আকর্ষণীয় দিক" হিসেবে বর্ণনা করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এর ফ্রন্ট ফেসিং ও রিয়্যার ক্যামেরা একসঙ্গে কাজ করে বলে ফোনটি দিয়ে একসঙ্গে উভয় পাশের ভিডিও করা সম্ভব।

ক্রিস্টাল সিলভার কালার এর সীমিত সংস্করণ ছাড়া ফোনটির আরো দুটি ভ্যারিয়েন্ট অপোর সব বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।