প্রকাশ্যেই এক্সবক্স নাইট মোড পরীক্ষা করছে মাইক্রোসফট

প্রকাশ্যেই এক্সবক্স নাইট মোড পরীক্ষা করে দেখছে মাইক্রোসফট। এতে করে অদূর ভবিষ্যতে চোখের উপর চাপ না ফেলে গভীর রাতেও কনসোলে গেইম খেলতে পারবেন গেইমাররা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2021, 03:13 PM
Updated : 9 August 2021, 03:13 PM

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের প্রতিবেদন বলছে, ফিচারটি পর্দার আলো থেকে শুরু করে পাওয়ার বাটনের আলো, এমনকি হাতের কন্ট্রোলারের আলো মৃদু করে দেবে।

বলা হচ্ছে, বাড়তি নীল আলোর ফিল্টার চোখের উপর চাপ কমাতে সাহায্য করবে এবং গেইমাররা তীব্র উজ্জ্বল ছবি এড়াতে এইচডিআর বন্ধ করে রাখতে পারবেন।       

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, চাইলে ম্যানুয়ালি ফিচারটি চালু করে নেওয়া যাবে, আবার নিজের পছন্দসই সুনির্দিষ্ট সময়ে চালু হওয়ার জন্য আগে থেকেই ঠিক করে রাখা যাবে। ফিচারটি যেন স্বয়ংক্রিয়ভাবে সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়ে চালু হয়, সে ব্যবস্থাও করে রাখা যাবে।

বর্তমানে খুব প্রাথমিক ‘আলফা স্কিপ-আহেড’ চক্রের পরীক্ষকরাই শুধু পাচ্ছেন এক্সবক্স নাইট মোড। আরও ঘষামাজা অবস্থায় ফিচারটি আসতে কিছুটা সময় লাগবে বলে উল্লেখ করেছে এনগ্যাজেট।

পিসি বা ফোনে আগে থেকেই নাইট মোড থাকলেও, কনসোলের জন্য বিষয়টি নতুন।