ফোল্ডএবল স্মার্টফোন মূলধারায় আনতে চায় স্যামসাং

ফোল্ডএবল স্মার্টফোনকে “মূলধারায়” নিয়ে আসবে স্যামসাং। সম্প্রতি নিজ আয় হিসাব প্রকাশের সময় এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। শীঘ্রই আরও ফোল্ডএবল স্মার্টফোন আনবে বলেও জানিয়েছে দক্ষিণ কোরিয়ান এ প্রযুক্তি জায়ান্ট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2021, 08:04 AM
Updated : 30 July 2021, 08:04 AM

অর্থ আয়ের জন্য স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়ের প্রয়োজন নেই। আয় হিসাব প্রকাশে সে বিষয়টিও তুলে ধরেছে তারা। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাংয়ের আয় ২০ শতাংশ বেড়ে পাঁচ হাজার পাঁচশ’ ৫৬ কোটি ডলারের ঘরে দাঁড়িয়েছে। এ ছাড়াও প্রতিষ্ঠানটির পরিচালনা মুনাফা এসেছে এক হাজার দুইশ’ ৫৭ কোটি ডলার।

অন্যদিকে, চিপ সংকটের জন্য এবং কোভিড-১৯ এর কারণে কারখানা বন্ধ থাকার মতো কারণে মোবাইল খাতে আগের প্রান্তিকে স্যামসাংয়ের আয় কমেছে। তারপরও মোট আয় ভালোই হয়েছে স্যামসাংয়ের। এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয়ে বড় ভূমিকা রেখেছে তাদের চিপ ব্যবসা। মোট আয়ের এক তৃতীয়াংশেরও বেশি এসেছে এ খাত থেকে এবং লাভের অর্ধেকেরও বেশি এসেছে এখান থেকেই।

স্যামসাংয়ের ভোক্তা ইলেকট্রনিক্স পণ্য বিভাগের প্রবৃদ্ধিও ভালো হয়েছে। এতে ভূমিকা রেখেছে প্রিমিয়াম টিভি ও গৃহস্থালী সামগ্রীর বিক্রি।

মোবাইল ব্যবসা প্রসঙ্গে স্যামসাং মন্তব্য করেছে, “ফোল্ডএবল শ্রেণীকে মূলধারায় নিয়ে আসার মাধ্যমে” প্রিমিয়াম [মোবাইল] অংশে নিজেদের নেতৃত্ব সুদৃঢ় করবে তারা।  

এনগ্যাজেট এ প্রসঙ্গে বলছে, আমরা হয়তো অদূর ভবিষ্যতে সস্তা ফোল্ডএবল ফোন দেখতে পাবো।

স্যামসাং পর্দার নিচে ক্যামেরার নতুন প্রযুক্তি নিয়ে কাজ করার খবর জানিয়েছে। নতুন ফোল্ডএবল শীঘ্রই আসছে বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। অগাস্টের ১১ তারিখ এক আয়োজনের মধ্য দিয়ে জেড ফ্লিপ এবং জেড ফোল্ড ২ এর ব্যাপারে ঘোষণা দেওয়ার কথা রয়েছে প্রতিষ্ঠানটির।