ইউটিউব আর সার্চ ইঞ্জিনের জোরে সর্বোচ্চ আয়ের রেকর্ড গুগলের

চলতি বছরের প্রথম প্রান্তিকে রেকর্ড পরিমাণ মুনাফা করেছিলো গুগল। দ্বিতীয় প্রান্তিকে নিজের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 11:38 AM
Updated : 28 July 2021, 12:07 PM

এপ্রিল থেকে জুন প্রান্তিকে ১৮শ’ ৫০ কোটি ডলার মুনাফা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে আয় হয়েছে ছয় হাজার একশ’ ৯০ কোটি ডলার।

কোভিডের বাজারে গুগলের এই সাফল্যের পেছনে মহামারীর একটা পরোক্ষ ভূমিকা ছিলো বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ। লকডাউনের কারণে ঘরে আটকা পড়া ব্যবহারকারীরা বেশি সময় কাটাচ্ছেন অনলাইনে। কেনাকাটাও বেড়েছে অনলাইন প্লাটফর্মগুলোতে।

গুগলের আয় ও মুনাফা নিয়ে নতুন রেকর্ডে বড় একটা ভূমিকা রেখেছে এর সার্চ ইঞ্জিন। আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় সার্চ ইঞ্জিন থেকে আয় বেড়েছে এক হাজার চারশ' কোটি ডলারের বেশি। সব মিলিয়ে এই এক খাত থেকেই বছরের দ্বিতীয় প্রান্তিকে আয় হয়েছে তিন হাজার পাঁচশ’ ৮০ কোটি ডলার।

বেড়েছে ইউটিউব থেকে আয় ও মুনাফার পরিমাণও। ভিডিও স্ট্রিমিং সাইটটি থেকে আয় হয়েছে সাত’শ কোটি ডলার, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। নতুন ‘ইউটিউব শর্টস’ ফিচারটিও ব্যাপক সাফল্য পেয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।  বছরের দ্বিতীয় প্রান্তিকে এসে প্রতিদিন গড়ে দেড় হাজার কোটি ভিউ পেয়েছে ফিচারটি।

অন্যদিকে ‘গুগল ক্লাউড’ থেকে মুনাফা না এলেও আগের তুলনায় মাথা ব্যাথা কমেছে ওই সেবার পিছনে। বছরের প্রথম প্রান্তিকে ওই প্লাফর্মের পেছনে গুগলের আর্থিক ক্ষতি ছিলো একশ’ কোটি ডলারের কিছু কম। দ্বিতীয় প্রান্তিকে সেটি নেমে এসেছে ৫৯.১ কোটিতে।  

মহামারীর কারণে গুগলের আয় বেড়েছে বলে ইঙ্গিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্য কর্মকর্তা ফিলিপ শিন্ডলারও। মহামারীর পুরো সময় জুড়ে বেড়েছে অনলাইনে কেনাকাটা। আর সার্চ ইঞ্জিন ও ইউটিউব-- দুই খাতেই গুগলের বিজ্ঞাপন ব্যবসার কারণে বিক্রেতাদের পাশাপাশি আয় বেড়েছে গুগলেরও।