রিপ্লাইয়ে ব্যবহারকারীদের ‘ডিজলাইক’ পরীক্ষা করছে টুইটার
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2021 05:39 PM BdST Updated: 23 Jul 2021 12:19 AM BdST
-
ছবি: রয়টার্স
কোনো টুইটে আসা কোন রিপ্লাইগুলোকে ব্যবহারকারীরা সঙ্গত মনে করছে, তা বুঝতে নতুন ফিচার আনছে টুইটার। নতুন ওই ফিচারে রিপ্লাইয়ে ডাউনভোট বা ডিজলাইক দিতে পারবেন মাইক্রোব্লগিং সাইটটির ব্যবহারকারীরা।
টুইটার এ ব্যাপারে বুধবার বলেছে, আইফোন ব্যবহারকারীরা হয়তো অপশনটি দেখতে পাবেন। ডাউনভোট সবাই দেখতে পাবেন না। তবে, আপভোট টু্ইটেই দেখা যাবে।
এ প্রসঙ্গে টুইটারের ব্যবহারকারী গবেষক কোডি ইলাম বলছেন, “ডাউনভোটের মাধ্যমে নিরবে রিপ্লাইয়ের মান সম্পর্কে নিজ মতামত জানিয়ে দিতে পারবেন ব্যবহারকারীরা।” তিনি আরও জানান, এ নিয়ে বিতর্ক বা টুইট লড়াইয়ে জড়িয়ে পড়তে হবে না তাদের।
এখন পর্যন্ত যারা ফিচারটির দেখা পেয়েছেন তারা বলছেন, নতুন টুলটি দেখতে ‘থাম্বস আপ’ এবং ‘থাম্বস ডাউন’ এর মতো। টুইটার এখনও জানায়নি কতজন এই পরীক্ষার অংশ, তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, এটি “ছোট গবেষণা পরীক্ষার” অংশ।
এক টুইটার মুখপাত্র জানিয়েছেন, রিপ্লাই কীভাবে র্যাংক করে তাতে কোনো প্রভাব ফেলবে না নতুন এ ফিচার। প্রতিষ্ঠানটি শুধু দেখতে চাইছে তারা যেগুলোকে সঙ্গত মনে করে, সেগুলোর সঙ্গে ব্যবহারকারীর আপ এবং ডাউন ভোট মিলে যায় কি না।
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
-
গেইমিংয়ে নজর টিকটকের, পরীক্ষা চলছে ভিয়েতনামে
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
-
রাশিয়া থেকে কর্মীদের বের করে এনেছে গুগল
-
‘হাউড্রোজেন চালিত’ গাড়ি দেখালো ফরাসী ব্র্যান্ড রেনো
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’