ফোন ছাড়াই একাধিক ডিভাইসে চলবে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2021 10:20 PM BdST Updated: 15 Jul 2021 10:20 PM BdST
-
ছবি: রয়টার্স
ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ওয়েব বা অন্য কোনো ডিভাইসে হোয়াটসঅ্যাপের সেবা ব্যবহার করতে গেলে বাধ্যতামূলকভাবে ফোনকে সংযুক্ত করতে হয় এবং তা সচল রাখতে হয়। এ বিষয়টি থেকে সরে আসতে চাইছে মেসেজিং সেবাটি। কোনো ফোন ছাড়াই ব্যবহারকারীদেরকে একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ করে দিতে চাইছে তারা।
বুধবার হোয়াটসঅ্যাপ এ ব্যাপারে জানিয়েছে বলে উঠে এসেছে টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে। প্রতিষ্ঠানটি বলছে, সীমিত পরিসরে উন্নত একাধিক ডিভাইস সক্ষমতার পাবলিক বেটা টেস্টিং শুরু করছে তারা। এই আপডেটের ফলে প্রথমবারের মতো ‘ফোন নয়’ এমন চারটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
এ প্রসঙ্গে এক পোস্টে মেসেজিং অ্যাপটি লিখেছে, “প্রত্যেকটি সঙ্গী ডিভাইস স্বাধীনভাবে আপনার হোয়াটসঅ্যাপে যুক্ত হবে।” বর্তমানে বিশ্বে মোট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দুইশ’ কোটিরও বেশি। অনেক আগে থেকেই ব্যবহারকারীদেরকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোনের মাধ্যমে তার পরিচয় এবং মেসেজের এনক্রিপশন/ডিক্রিপশন এর কাজগুলো সম্পন্ন হয়।
জুনের এক সাক্ষাৎকারে হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট এবং ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় রাখার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছিলেন। অন্যদিকে, নিরাপত্তা বজায় রাখার জন্য কী কী করতে হচ্ছে, সে বিষয়টিও সাম্প্রতিক এক ব্লগ পোস্টে তুলে ধরেছেন ক্যাথকার্ট।
শুরুতে সীমিত পরিসরে পরীক্ষা শুরু করলেও, আগামীতে আরও উন্নত কর্মক্ষমতা আনতে এবং আরও ফিচার যোগ করতে কাজ চালিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ টিম।
-
অফিস সফটওয়্যারে এখনও আধিপত্য মাইক্রোসফটের
-
স্মার্টফোনের উৎপাদন কমাচ্ছে স্যামসাং
-
টেক্সাস হত্যাযজ্ঞ: স্ট্রেঞ্জার থিংস-এ সতর্ক বার্তা নেটফ্লিক্সের
-
লেনদেনে ক্রিপ্টো ব্যবহারের অনুমতি রাশিয়ার?
-
ডেটা স্টোরেজ প্রশ্নে গুগলের বিরুদ্ধে মামলা রাশিয়ার
-
কথিত ফোল্ডএবল ডিভাইসের উন্মোচন পেছালো গুগল
-
মহাকাশ স্টেশন থেকে ফিরলো বোয়িংয়ের ক্যাপসুল
-
ইনস্টাগ্রামে পোস্ট মোছার জন্য ‘ঘুষ সেধেছিল ইরান’
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০