কিস্তিতে পণ্য বিক্রির ঘোষণা অ্যাপলের, ধাক্কা শেয়ার বাজারে

পণ্য কেনার পর ক্রেতাকে অর্থমূল্য কিস্তিতে পরিশোধের সুযোগ দেবে অ্যাপল। সম্প্রতি গণমাধ্যমে এ খবর প্রকাশের পর কিস্তিতে পণ্য কেনার সুবিধা দিয়ে থাকে এমন অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ার দর কমে গেছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2021, 10:24 AM
Updated : 14 July 2021, 10:24 AM

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে অ্যাপলের নতুন এ পরিকল্পনার খবর জানিয়েছে মার্কিন বাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। ২০১৯ সালেই অ্যাপল কার্ড এর জন্য আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস এর সঙ্গে জোট বেঁধেছে মার্কিন টেক জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। ক্রেতাদেরকে কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ করে দিতেও একই প্রতিষ্ঠানের সঙ্গেই কাজ করবে অ্যাপল।

রয়টার্সের প্রতিবেদন বলছে, অ্যাপলের এ পরিকল্পনার খবরে বুধবার অস্ট্রেলিয়ায় তালিকাভুক্ত প্রতিষ্ঠান ‘আফটারপে’ -এর শেয়ার দর ১০ শতাংশ নিচে নেমে গেছে। অস্ট্রেলিয়াতে ‘আগে কিনুন, পরে দাম দিন’ ধরনের প্রতিষ্ঠানের মধ্যে এটিই সবচেয়ে বড়। শেয়ার দর কমেছে দেশটির ছোট প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান জিপ কোম্পানি লিমিটেড এবং সেজেল এরও। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ন্যাসডাক তালিকাভুক্ত অ্যাফার্ম হোল্ডিংস ইনকর্পেরেটেডের শেয়ার দর কমেছিল ১৪ শতাংশেরও বেশি, পরে মঙ্গলবার দিনশেষে তা ঠেকেছে ১০.৫ শতাংশে।

এ প্রসঙ্গে বিশ্লেষণ প্রতিষ্ঠান জেফেরিসের বিশ্লেষকরা বলছেন, “এতে কোনো সন্দেহ নেই যে এ ঘোষণায়… আফটারপে এবং জিপ-এর শেয়ার দর কমেছে … কিন্তু নতুন প্রতিযোগিতা তৈরি হতে আরও কিছুটা সময় লাগবে।”

বিশ্লেষকরা জানিয়েছেন, গোটা যুক্তরাষ্ট্রে অনলাইন বিক্রি খাতে ‘আগে কিনুন, পরে দাম দিন’ প্রক্রিয়ার সুবিধা নেন মাত্র দুই শতাংশ। ফলে, এ খাতের আওতা বৃদ্ধির সুযোগ রয়েছে বলে মনে করছেন তারা।

গত বছর থেকে মহামারী পরিস্থিতিতে অনলাইন কেনাকাটা বেড়েছে। একইসঙ্গে ‘আগে কিনুন, পরে দাম দিন’ কাঠামোর ব্যবসার সংখ্যাও বেড়ে উঠছে। পেইপাল হোল্ডিংস ইনকর্পোরেটেডের মতো মূলধারার প্রতিষ্ঠানেরও নজর কেড়েছে সুবিধাটি।

অ্যাপলের মতো বড় প্রতিষ্ঠান এ খাতে চলে এলে এবং অন্যান্যরা পা রাখলে বিদ্যমান ‘আগে কিনুন, পরে দাম দিন’ প্রতিষ্ঠানগুলোর জন্য বড় মাপের পরীক্ষা হয়ে দাঁড়াবে গোটা বিষয়টি।

ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, অ্যাপল পে ব্যবহারকারীরা নিজেদের দাম পরিশোধকে চারটি সুদমুক্ত কিস্তিতে ভাগ করে নিতে পারবেন। চাইলে সুদসহ কয়েক মাসের কিস্তিও নেওয়া যাবে। এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি গোল্ডম্যান স্যাকস প্রতিনিধি। অন্যদিকে, অ্যাপল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রে অ্যাপল এ ধরনের সেবা নিয়ে এলে তা আফটারপে, জিপের কোয়াডপে এবং অ্যাফার্মের মতো ছোট প্রতিষ্ঠানের সেবাগুলোর সঙ্গে বাজারে প্রতিদ্বন্দ্বীতায় নামবে, প্রতিযোগিতা অনেকটাই বড় মাপে হবে।

বুধবার অস্ট্রেলিয়ার বাজারে নিজস্ব ‘আগে কিনুন, পরে দাম দিন’ প্রক্রিয়া নিয়ে এসেছে পেইপাল। এ জন্য কোনো বিলম্ব খরচ রাখবে না বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। গোটা বিষয়টি বাজারে অন্যরকম এক প্রতিযোগিতার সৃষ্টি করেছে। কারণ ২০২০ আর্থিক বছরে এ খাতটি থেকেই আফটারপে এর আয় ছিল সাত কোটি ডলার।

এক বিবৃতিতে আফটারপে জানিয়েছে, “আগে কিনুন, পরে দাম দিন খাতে অনেক প্রতিযোগী রয়েছে, প্রত্যেকেই ভিন্ন ভিন্ন কাঠামোতে পরিচালিত হয় এবং আয় নানাবিধ রাস্তায় আসে।” প্রতিযোগিতা এ খাতের উল্লেখযোগ্যতাকে সামনে নিয়ে আসছে বলেও মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, এক জিপ মুখপাত্র বলেছেন, অ্যাপলের এ পদক্ষেপ “জিপ তার গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য যা করছিল তারই প্রতিধ্বনি তুলছে।” মুখপাত্র আরও উল্লেখ করেছেন, প্রতিযোগিতার মুখেও তাদের গ্রাহক বাড়ছে।