কয়েনবেইজ ক্রিপ্টোকারেন্সি সেবার অনুমতি পেল জার্মানিতে

জার্মানির অর্থ বাজার নিয়ন্ত্রক সংস্থা 'বাফিন' ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনবেইজকে দেশটিতে ক্রিপ্টোকারেন্সি বাহকসেবা ও মালিকানা লেনদেন সেবা দেওয়ার অনুমতি দিয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2021, 05:28 PM
Updated : 28 June 2021, 05:28 PM

দেশটিতে এটি এই ধরনের প্রথম অনুমোদন বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

এই লাইসেন্সের অধীনে 'কয়েনবেইজ জার্মানি জিএমবিএইচ' ক্রিপ্টোকারেন্সির মালিকানা বাণিজ্য ও লেনদেন সেবা দিতে পারবে।

এ বছরের শুরুতে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে লিপিবদ্ধ হওয়া কয়েনবেইজ এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।