উড়ুক্কু ট্যাক্সিসেবায় আসতে চায় ভার্জিন আটলান্টিক

অনেক প্রতিষ্ঠানই উরুক্কুযানের মাধ্যমে শহরে ট্যাক্সি সেবা চালু করার চেষ্টা করছে। এবার সেই তালিকায় নাম লেখানোর চিন্তা করছে ভার্জিন আটলান্টিক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2021, 03:34 PM
Updated : 12 June 2021, 03:56 PM

স্যার রিচার্ড ব্র্যানসনের প্রতিষ্ঠানটি ব্রিস্টলভিত্তিক ভার্টিক্যাল অ্যারোস্পেসের সঙ্গে চ্যাক্সি সেবা চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে বলে জানিয়েছে বিবিসি।

এয়ারলাইন প্রতিষ্ঠানটি ‘ইলেকট্রিক ভার্টিক্যাল টেইক-অফ অ্যান্ড ল্যান্ডিং ভেইকলস’ বা ইভিটিওএল ধরনের যান ব্যবহারের পরিকল্পনা করছে যেটি শহরের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের বিভিন্ন এয়ারপোর্টে নিয়ে যাবে।

ভার্টিক্যাল অ্যারোস্পেস এ বছরই তাদের যানের পরীক্ষামূলক ফ্লাইট চালু করার কথা ভাবছে।

বিবিসির প্রতিবেদন বলছে, একজন বিশেষজ্ঞের মতে, প্রস্তাবিত এই প্রকল্পটি অন্যান্য প্রকল্পের তুলনায় ‘কম বৈপ্লবিক’ হলেও এর সামনে চ্যালেঞ্জও কম নয়।

কেমন হবে এটি?

কয়েকটি প্রতিষ্ঠানই স্বচালিত উড়ুক্কু ট্যাক্সির কথা বলেছে যেগুলো শহরের ভবনের ছাদ থেকে যাত্রীদের তুলে পছন্দসই কোথাও নামিয়ে দেবে।

ভার্জিন আটলান্টিকের প্রস্তাবনা খানিকটা ভিন্ন।

প্রতিষ্ঠানটি বলছে, ইভিটিওএল যান ব্যবহার করে কোনো শহর, যেমন কেমব্রিজ, থেকে লোকজনকে তুলে কাছাকাছি কোনো বড় এয়ারপোর্টে নিয়ে যাবে, যেমন লন্ডন হিথরো। 

ভার্টিক্যাল অ্যারোস্পেস বলছে, তাদের VA-X4 ক্র্যাফট চারজন যাত্রী এবং একজন পাইলটকে ১৬০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে নিয়ে যাতে পারবে। পাশাপাশি এগুলো হবে দূষণমুক্ত এবং প্রচলিত হেলিকপ্টারের চেয়ে কম শব্দের।

প্রতিষ্ঠানটি আদতে বলছে, তাদের এই যান চলার সময় প্রায় শব্দহীন।

প্রতিষ্ঠানটি এরইমধ্যে আমেরিকান এয়ারলাইন্স এবং এভালন নামে একটি বিমান ভাড়া দেওয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।