এইচডি ম্যাপিং প্রযুক্তির ‘ডিপম্যাপ’ এনভিডিয়া মালিকানায়

স্ব-চালনা গাড়ির হাই-ডেফিনেশন ম্যাপিং প্রযুক্তির নির্মাতা প্রতিষ্ঠান ডিপম্যাপ’কে কিনছে এনভিডিয়া। এ প্রসঙ্গে এনভিডিয়া ভাইস প্রেসিডেন্ট আলি কানি বলছেন, “ডিপম্যাপ আমাদের ম্যাপিং পণ্যের পরিসর বাড়াবে বলে আশা করছি, বিশ্বব্যাপী ম্যাপিং কর্মকাণ্ড চালাতে এবং আমাদের পূর্ণ স্ব-চালনা দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।”

প্রযুক্তির ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2021, 06:13 PM
Updated : 11 June 2021, 06:13 PM

উচ্চমাত্রার নিখুঁত হিসেবে ম্যাপ সেবা ডিপম্যাপ দিয়ে থাকে বলে প্রতিবেদনে জানিয়েছে এনগ্যাজেট। এনভিডিয়া জানিয়েছে, কয়েক মিটার পর্যন্ত নির্ভুল ম্যাপিং সিস্টেম ভালো হলেও স্ব-চালনা গাড়ির জন্য একদম নির্ভুল ম্যাপিং সিস্টেম প্রয়োজন।

“এগুলোর অবশ্যই সেন্টিমিটার মাত্রার নির্ভুল হতে হবে, যাতে স্ব-চালিত গাড়ি নিজেকে বিশ্বে খুঁজে বের করতে পারে।” – এক ব্লগ পোস্টে লিখেছে এনভিডিয়া।

এ ধরনের ম্যাপিং সিস্টেমের জন্য কিছুদিন পরপর আপডেটও প্রয়োজন বলে মনে করছে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি। এনভিডিয়ার মতে, এতে করে “রাস্তার বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায়, যেমন রাস্তায় কাজ চলছে কি না বা লেন বন্ধ কি না।”

নিজ ‘ড্রাইভ’ প্ল্যাটফর্মে ডিপম্যাপের প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করেছে এনভিডিয়া। বর্তমানে এনভিডিয়ার ড্রাইভ প্রযুক্তি মার্সেইডিজ-বেঞ্জ, হিউন্দাই, অউডি, ভলভোসহ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করছে।