লজিটেক প্রধান: এক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে চিপ সঙ্কট

সেমিকন্ডাক্টর চিপের বৈশ্বিক সঙ্কট তিন থেকে ছয় মাস স্থায়ী হতে পারে। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছেন লজিটেকের প্রধান নির্বাহী ব্র্যাকেন ড্যারেল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2021, 11:11 AM
Updated : 29 May 2021, 11:11 AM

ড্যারেল আরও উল্লেখ করেছেন, কোনো কোনো শিল্পে সঙ্কট এক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। সুইস সংবাদপত্র ‘ফিনানজ আন্ড রিটসশ্যাফট’কে এ তথ্যগুলো জানান তিনি।

“অন্যান্যদের মতো আমরাও সঙ্কট অনুভব করেছি, কিন্তু আমরা সেগুলো ভালোভাবে প্রশমিত করতে পেরেছি।” – শুক্রবার প্রকাশিত এক নিবন্ধে জানান ড্যারেল। তিনি আরও বলেন, “এ সময়টিতে উৎপাদন বাড়াতেও সময় লাগে, দামও সমন্বিত করা হয়েছে।”

ড্যারেলের বরাত দিয়ে রয়টার্স উল্লেখ করেছে, লজিটেক নিজেদের কিছু যন্ত্রাংশের জন্য নতুন সরবরাহকারীর সাহায্য নিয়েছে। কারণ কিছু কিছু ক্ষেত্রে মূল সরবরাহকারীদের যথেষ্ট সক্ষমতা ছিল না।

এর আগে সিসকো প্রধান চাক রবিনস বিবিসিকে জানান, ছয় মাসের মধ্যে চিপ সঙ্কট সমস্যার উন্নতি হবে। তিনি বলেন, “আমরা মনে করছি ছয় মাসের মধ্যে স্বল্প মেয়াদে কাজ শুরু করা সম্ভব হবে। নির্মাতারা এরই মধ্যে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছেন। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে পরিস্থিতি ভালো থেকে আরও ভালো হবে।”