হোয়াটসঅ্যাপ নীতি: সম্মতি না দিলে সীমিত সুবিধা
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2021 10:28 PM BdST Updated: 09 May 2021 10:28 PM BdST
-
ছবি: রয়টার্স
হোয়াটসঅ্যাপের নতুন গোপনতা নীতি কার্যকর হবে মে মাসের ১৫ তারিখ। ফেইসবুক মালিকানাধীন মেসেজিং অ্যাপটি মানুষকে আরও সময় দিচ্ছে পর্যালোচনার জন্য এবং আপডেটে সম্মতি দেওয়ার জন্য।
তবে, এ মেয়াদও শেষ হবে।
হোয়াটসঅ্যাপ এক ব্লগপোস্টে বলছে, আরও “কয়েক সপ্তাহ সময়” পার হওয়ার পর নতুন নীতি ব্যাপারে “ক্রমাগত” মনে করিয়ে দেওয়া হবে। আপডেটে সম্মতি জানানোর আগ পর্যন্ত “সীমিত কার্যক্রম” করতে পারবেন ব্যবহারকারীরা।
শুরুতে যারা হোয়াটসঅ্যাপের নতুন নীতিতে সম্মতি দেবেন না, তারা চ্যাট তালিকায় প্রবেশাধিকার হারাবেন, কিন্তু অ্যাকাউন্টে আসা ফোন ও ভিডিও কলের উত্তর দিতে পারবেন, নোটিফিকেশন দেখতে পাবেন, মেসেজের উত্তর দিতে পারবেন বা মিসড কল দেখে কল করতে পারবেন। যদি আরও কয়েক সপ্তাহ এভাবে চলে তাহলে ফোনে কল ও মেসেজ পাঠানো বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ।
নিষ্ক্রিয় ব্যবহারকারীদের উপরও তাদের বিদ্যমান নীতি বর্তাবে। এর অর্থ দাঁড়ায়, ১২০ দিন নিষ্ক্রিয় থাকলে অ্যাকাউন্ট মুছে দেওয়া হতে পারে।
শুক্রবার এক হোয়াটসঅ্যাপ মুখপাত্র ইমেইলে লিখেছেন, “যারা এখনও সম্মতি দেননি, মে ১৫-তেই তাদের অ্যাকাউন্ট মুছে দেওয়া হবে না বা সেগুলো ফাংশনালিটি হারাবে না। আমরা আসন্ন সপ্তাহগুলোতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের মনে করিয়ে দিতে থাকব।”
মুখপাত্র আরও জানিয়েছেন, নোটিফিকেশন পাওয়া অধিকাংশ ব্যবহারকারীই এরই মধ্যে নতুন সেবা শর্তে সম্মতি দিয়েছেন।
জানুয়ারিতে প্রথম নতুন আপডেটটির ব্যাপারে জানায় হোয়াটসঅ্যাপ। পরে তোপের মুখে এটি পিছিয়ে দেওয়া হয়। নতুন আপডেটের অধীনে মালিক প্রতিষ্ঠান ফেইসবুকের সঙ্গে ব্যবহারকারীর ডেটা শেয়ার করবে সেবাটি।
হোয়াটসঅ্যাপের এ আচরণে সন্তুষ্ট হতে পারেননি গোটা বিশ্বের অসংখ্য ব্যবহারকারী। ক্ষোভে এবং গোপনতা শঙ্কায় হোয়াটসঅ্যাপ ছেড়েছেন অনেকেই, পাড়ি জমিয়েছেন প্রতিদ্বন্দ্বী মেসেজিং সেবা সিগনাল ও টেলিগ্রামে।
-
৩ ন্যানোমিটার চিপের পয়লা শিরোপা স্যামসাংয়ের
-
বেইজিংয়ের তথ্য চুরির ‘ছদ্মবেশি হাতিয়ার’ টিকটক?
-
মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়াই আপডেট হবে উইন্ডোজ ১১
-
ইউরোপে নিজের অবস্থান আরও শক্ত করতে চায় কয়েনবেইজ
-
ক্রিপ্টো ধস: বিপাকে ‘কিম কিংডম’ উত্তর কোরিয়া
-
সরে দাঁড়াচ্ছেন পিন্টারেস্ট সিইও, নিয়োগ পেলেন গুগল নির্বাহী
-
টুইটারে মাস্ক ভক্ত ১০ কোটি, কিন্তু ‘বট কতো জন?’
-
ইউএসবি-সি বাধ্যতামূলক করার কথা ভাবছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ