ইউটিউব টিভি এলো প্লেস্টেশন ৫-এ

নতুন প্ল্যাটফর্ম পেলো ইউটিউব টিভি সাবস্ক্রাইবাররা। এখন থেকে প্লেস্টেশন ৫-এ চলবে ইউটিউব টিভি। অন্তত তা-ই বলছে, গুগলের সাপোর্ট ওয়েবসাইট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2021, 01:04 PM
Updated : 7 May 2021, 01:04 PM

অনেকটি নিরবেই কনসোলটিকে সেবা তালিকায় যোগ করেছে গুগল। পরিবর্তনটি সবার আগে চোখে পড়েছিল অ্যান্ড্রয়েড পুলিশের। এরইমধ্যে ইউটিউব টিভি নিয়ে সমস্যা চলছে গুগল এবং রোকু্র মধ্যে।

রোকু বলছে, গুগল সার্চ ফলাফলে অগ্রাধিকার চেয়েছিল এবং তাদেরকে হার্ডওয়্যারে পরিবর্তন আনতে বাধ্য করার চেষ্টা করছিল। এতে করে রোকুর স্ট্রিমিং ডিভাইসের দাম বেড়ে যেতো।

অন্যদিকে, গুগলের অভিযোগ, “বিশেষ সুবিধা”র জন্য রোকু “ইউটিউব অভিজ্ঞতাকে ভাঙতে” চেয়েছিল। বিতণ্ডতার এক পর্যায়ে গত সপ্তাহে রোকু নিজেদের স্টোর থেকে বাদ দিয়ে দিয়েছে ইউটিউব টিভি। তবে, সাবস্ক্রাইবাররা হয়তো এতে বিপাকে পড়বেন না।

কারণ এক্সবক্স সিরিজ এক্সসহ সর্বশেষ প্রজন্মের কনসোলে আগেই থেকেই রয়েছে ইউটিউব টিভি সমর্থন। এখন প্লেস্টেশন স্টোরেও চলে এলো। এ ছাড়াও ইউটিউব টিভির জন্য অন্তত ডজনখানেক ডিভাইস সমর্থন করে গুগল।