আড়াই ডলারে গুগল আর্জেন্টিনার ডোমেইন হাতবদল!
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2021 05:25 PM BdST Updated: 27 Apr 2021 05:25 PM BdST
-
ছবি: নিকোলাস কুরোনা
গুগলের বাংলাদেশী ডোমেইন গুগল ডটকম ডটবিডি যদি কেনার সুযোগ থাকে, কিনবেন আপনি? আর দাম যদি হয় স্রেফ আড়াইশ' টাকা! এমন ঘটনা ঘটে গেছে গুগলের আর্জেন্টিনা ডোমেইনের বেলায়। ওই ঘটনায় গুগল আর্জেন্টনার সাইটটি বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টা।
কোনো রহস্য নেই এর মধ্যে। ৩০ বছর বয়সী নিকোলাস কুরোনা বললেন, গুগল ডটকম ডটএআর তিনি একেবারে সহজ, সাধারণ এবং আইনসংগত উপায়ে কিনেছেন। বিবিসিকে তিনি বলেন, “আমি কখনো কল্পনা করিনি আমাকে এটা কিনতে দেবে।”
গুগল আর্জেন্টিনা অবশ্য কোনো বিস্তারিত ব্যাখ্যায় যায়নি। তারা সোজাসাপ্টা বলেছে, “অল্প সময়ের জন্য ডোমেইনটি অন্য কারো অধীনে চলে গিয়েছিল।”
গুগল দ্রুতই সেটি উদ্ধার করে ও নিজের দখলে নিয়ে নেয়।
ঘটনার শুরু যখন বুয়েন্স আয়ার্সে নিজের ডেস্কে বসে নিকোলাস এক ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট ডিজাইন করছিলেন। সে সময় তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ পেতে শুরু করেন যে গুগল ডাউন হয়ে আছে।
"আমি ব্রাউজারে www.google.com.ar লিখে এন্টার দিলাম কিন্তু দেখি কোনো সাড়া নেই। মনে হলো অদ্ভুত কিছু একটা ঘটছে।"
ডোমেইন নেইম বিষয়ে যারা জানেন তারা যা করতেন, নিকোলাসও তাই করলেন। ডটএআর ডোমেইন যারা রেজিস্ট্রেশন করেন, সেই নেটওয়ার্ক ইনফর্মেশন সেন্টার (এনআইসি) আর্জেন্টিনায় গিয়ে গুগল নামটি খুঁজে দেখলেন। অবাক কাণ্ড, নামটি কোথাও রেজিস্ট্রেশন করা নেই! শুধু তা-ই নয়, চাইলে ডোমেইনটি কিনেও নেওয়া যাবে।
দ্বিধাগ্রস্থ নিকোলাসের বিশ্বাস ওই ডোমেইন তিনি কিনতে পারবেন না। এরপরও তিনি কেনার ধাপগুলো একে একে পার হয়ে গেলেন। “এবং এক পর্যায়ে একটা ইমেইল পেলাম যে ডোমেইনটি আমি কিনতে পেরেছি!”
নিকোলাস সেই ইনভয়েস দেখিয়েছেন বিবিসিকে। সেখানে লেখা আছে, ২৭০ পেসো'র বিনিময়ে তিনি গুগল আর্জেন্টিনা ডোমেইন কিনে নিয়েছেন।
জমে গিয়েছিলাম আমি!
"তাজ্জব হয়ে আমি ব্রাউজারে গুগল ডটকম ডটএআর লিখে এন্টার দিলাম। অবাক কাণ্ড, সেখানে আমার নিজের তথ্য দেখাচ্ছে।"
পর্দার দিকে তাকিয়ে আমি স্রেফ জমে গেলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না, কী হয়ে গেল।
বুধবার স্থানীয় সময় রাত নয়টা ৫২ মিনিটে গুগল ডোমেইনটি কেনেন নিকোলাস। সঙ্গে সঙ্গে লাখ বিশেক সার্চ এবং সার্চের পেছনের লোকজন যেন আসতে লাগল নিকোলাসের দিকে।
“একটা বিষয় আমি পরিষ্কার রাখতে চাই- আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি ডোমেইনটি কেনার চেষ্টা করেছি এবং এনআইসি আমাকে সেটা কিনতে দিয়েছে।"
এই আপাতঃ সহজ বিষয়টিই এক মুহূর্তে নিকোলাসকে এনে দেয় তারকা খ্যাতি।
শেষ পর্যন্ত যা জানা গেল সেটি হচ্ছে, গুগল আর্জেন্টিনা তাদের ডোমেইনটি রিনিউ করতে ভুলে গিয়েছিল। তবে, ওই ডোমেইনের জন্য গুগলের লাইসেন্সের মেয়াদ তথনো ফুরিয়ে যায়নি। কিন্তু এই অবস্থায় অন্য কেউ কী করে ডোমেইনটি কিনে নিতে পারলো, সেটি একটি রহস্য।
সর্বশেষ তথ্য হচ্ছে, গুগল ডোমেইন ফেরত গিয়েছে তার পুরোনো মালিকের কাছে। আর বেচারা নিকোলাস তার ২৭০ পেসো ফেরত পাননি।
-
লিংকডইনে ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে ব্লকচেইন হ্যাক!
-
আসছে ‘মাই হিরো অ্যাকাডেমিয়া’ বিআর
-
জাপানে ‘অনলাইন নিপীড়নের’ শাস্তি এক বছরের কারাদণ্ড
-
স্পাইওয়্যার ঠেকাতে অ্যাপলের নতুন ‘লকডাউন মোড’
-
স্মার্টফোনের বিক্রি কমলেও ‘সুদিন’ চলছে স্যামসাংয়ের
-
ট্রিলজিতে ‘ভজঘট’, জিটিএ ৬-এর দিকে ঝুঁকছে রকস্টার
-
গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’