ফেইসবুকের ৫৩ কোটির ডেটা ফাঁস প্রশ্নে তদন্ত আয়ারল্যান্ডে
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Apr 2021 07:53 PM BdST Updated: 15 Apr 2021 07:53 PM BdST
কিছুদিন আগেই সামনে এসেছে ফেইসবুকের ৫৩ কোটি ব্যবহারকারীর ডেটা ফাঁস হওয়ার খবর। এবার ওই ঘটনা নিয়ে তদন্তে নামছে আয়ারল্যান্ডের ‘ডেটা প্রটেকশন কমিশন’ (ডিপিসি)।
ফেইসবুকের ৫৩ কোটি ব্যবহারকারীর তথ্য অনলাইন ফোরামে বিক্রির জন্য দেওয়া হয়েছে, - এ ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ফেইসবুক জানিয়েছিল, ডেটা বেহাত হয়েছে ২০১৯ সালের সেপ্টেম্বরের আগেই।
প্রতিষ্ঠানটি আরও জানায়, মূলত এক ফিচারের ত্রুটি ব্যবহার করে ডেটা হাতিয়ে নেওয়া হয়েছিল। পরে ২০১৯ সালের অগাস্টেই সে ফিচারের ত্রুটি ঠিক করা হয়েছে। তবে, আক্রান্ত ব্যবহারকারীদের অবহিত করেনি এবং করার পরিল্পনাও নেই ফেইসবুকের।
মোট ১০৬টি দেশের ব্যবহারকারীরা আক্রান্ত হয়েছেন ঘটনাটিতে। অ্যাকাউন্ট ভেদে একেক রকম তথ্য খোয়া গেছে। খোয়া যাওয়া তথ্যের মধ্যে রয়েছে- ফোন নাম্বার, জন্ম তারিখ, ইমেইল অ্যাড্রেস, অবস্থান ইত্যাদি।
“এ পর্যন্ত ফেইসবুক আয়ারল্যান্ডের দেওয়া তথ্য বিবেচনায় ব্যাপারটি খতিয়ে দেখার পর আমাদের মতামত হল জিডিপিআরের বা ডেটা প্রটেকশন অ্যাক্ট ২০১৮ এর একটি অথবা একাধিক বিধান ভেঙেছে ফেইসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটায় অনুপ্রবেশের বিষয়টি।” –এক বিবৃতিতে বলেছে ডিপিসি।
সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের বিচার বিভাগের কমিশনার ডিডিয়ের রেইন্ডার টুইটারে এক ঘোষণায় ডিপিসি’র সঙ্গে ডেটা ফাঁস নিয়ে আলোচনা হয়েছে বলে জানান। এর পরপরই এসেছে ডিপিসি’র তদন্ত শুরু করার ঘোষণা।
“আমরা ডিপিসি’কে তদন্তে পুরোপুরি সহযোগিতা করছি, যা ওই সব ফিচারের সঙ্গে সংশ্লিষ্ট যা মানুষকে আমাদের সেবায় বন্ধু খুঁজে পেতে এবং তার সঙ্গে সংযুক্ত হতে সহযোগিতা করছে। এই ফিচারগুলো অনেক অ্যাপেই রয়েছে এবং যে সুরক্ষা নেওয়া হয়েছে সে সম্পর্কে আমরা তাদের ব্যাখ্যা দেওয়ার অপেক্ষায় রয়েছি।”
-
ইনস্টাগ্রামে পোস্ট মোছার জন্য ‘ঘুষ সেধেছিল ইরান’
-
অবশেষে কপি, পেস্ট শর্টকাট আসছে গুগল ড্রাইভে
-
টুইটারের বিনিয়োগকারীর মামলা মাস্কের বিরুদ্ধে
-
গোপনতা নীতিমালায় পরিবর্তন আনছে মেটা
-
মিথ্যাচারের মামলায় ১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার
-
ব্রেক্সিটের ইমেইল ফাঁস করেছে রুশ হ্যাকাররা: গুগল
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন