মত বদলেছে অ্যাপল, প্রতিনিধি পাঠাবে সিনেটে

শেষ পর্যন্ত ঠিক হলো একজন জ্যেষ্ঠ্য অ্যাপল নির্বাহী সিনেট কমিটির কাছে স্বাক্ষ্য দেবেন। আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি আগে বলেছিল তারা কাউকে পাঠাবে না।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2021, 01:42 PM
Updated : 12 April 2021, 01:42 PM

রয়টার্স বলছে, সিনেটরদের কাছে পাঠানো অ্যাপলের একটি চিঠি তাদের নজরে এসেছে যেখানে প্রতিষ্ঠানটির প্রধান কমপ্লায়েন্স কর্মকর্তা কাইল অ্যান্ডির ২১ এপ্রিল সিনেট কমিটির সামনে হাজির থাকবেন বলে উল্লেখ করেছে অ্যাপল।

অ্যাপলের অ্যাপ স্টোরের মাধ্যমে অ্যাপ ডেভেলপারদের যাবতীয় আয়ের শতকরা ৩০ ভাগ অ্যাপল কেটে রাখে। পাশাপাশি অ্যাপলের কঠোর নিয়মের আওতায় থাকতে হয় ডেভেলপারদের। এ নিয়ে ডেভেলপারদের অভিযোগ পুরোনো। সম্প্রতি সেই অভিযোগই সামনে এসেছে আদালতে ‘ফোর্টনাইট’ গেইমের নির্মাতা এপিকের দায়ের করা মামলা থেকে।

কেবল অ্যাপল নয়, গুগলের প্লে স্টোর সম্পর্কেও প্রায় একই অভিযোগ রয়েছে ডেভেলপারদের। দুটি প্রতিষ্ঠান সম্পর্কেই মোটা দাগে অভিযোগ মনোপলি বা একচেটিয়া আচরণের।

সিনেট কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার ডাক ফিরিয়ে দেওয়ায় মার্কিন সিনেটে ডেমোক্রেট সদস্য এমি ক্লোবুচার এবং রিপাবলিকান মাইক লি একটি চিঠি পাঠিয়েছেন অ্যাপল প্রধান টিম কুক বরাবর। ওই চিঠির বক্তব্য হলো, অ্যাপলের ওই ফিরিয়ে দেওয়ার বিষয়টি একেবারেই 'অগ্রহনযোগ্য'। ওই দুই সিনেটর প্রতিযোগিতা নীতি এবং অ্যান্টিট্রাস্ট বিষয়ে সিনেট সাবকমিটির প্রধান।

গুগল অবশ্য আগেভাগেই বলে দিয়েছে যে তারা কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার জন্য প্রতিনিধি পাঠাবে।