ইউনিয়ন নির্বাচনে স্বস্তির নিঃশ্বাস ফেলল অ্যামাজন

ঘাম দিয়ে কী জ্বর ছাড়ল অ্যামাজনের? অ্যালাবামা'র বেসেমারে ভোটে অ্যামাজনের কর্মীরা ইউনিয়ন করার বিপক্ষে রায় দিয়েছেন। পাঁচ হাজার ৮০০ কর্মীর ওই গুদামের আয়োজিত ভোটে তিন হাজার দুইশ' ১৫ ব্যালটের অধিকাংশই ইউনিয়ন গঠনের বিপক্ষে পড়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2021, 01:23 PM
Updated : 10 April 2021, 01:23 PM

প্রতিষ্ঠানটি এর আগে লাখ লাখ ডলার খরচ করেছে স্রেফ সন্দেহভাজন কর্মীদের ওপর নজর রাখার জন্য যে কারা শ্রমিকদের জড়ো করছে। এজন্য প্রতিষ্ঠানটি অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদেরও ভাড়া করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

শ্রমিক উইনয়ন করার বিষয়টিকে একেবারেই ভালো নজরে দেখেনি অ্যামাজন।

এদিকে রিটেইল হোলসেল অ্যান্ড ডিপার্টমেন্ট স্টোর ওয়্যারহাউজ ইউনিয়ন (আরডাব্লিউডিএসইউ) অভিযোগ করেছে, অ্যামাজন তার আচরণের মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে কর্মীদের ইউনিয়ন করার উদ্যোগকে বানচাল করার চেষ্টা করেছে। এটা বেসেমারসহ গোটা দেশেই করেছে প্রতিষ্ঠানটি।

নির্বাচনে প্রায় পাঁচশ ভোট নিয়ে আপত্তি করেছে আরডাব্লিউডিএসইউ। তবে, প্রাপ্ত ভোটের পার্থক্য বলছে, ওই পাঁচশ ভোটের কারণে নির্বাচনী ফলাফলে হেরফের হবে না। ইউনিয়ন তৈরির বিপক্ষেই পরিষ্কারভাবে গেছে ফলাফল।

অ্যামাজন যদিও বলেছে, তারা কর্মীদের ইউনিয়ন করার অধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল, তবে বিভিন্ন প্রচারণায় এবং কর্মী সভায় প্রতিষ্ঠানটি বরাবরই এই বার্তা দিয়েছে যে প্রতিষ্ঠানটি ইউনিয়ন সমর্থন করে না।