পাঁচ লাখ ডলারে প্লে স্টেশন ৫!

চারশ’ মার্কিন ডলারের প্লেস্টেশন ৫ গেইমিং কনসোল পাঁচ লাখ মার্কিন ডলারে বিক্রি করবে ক্যাভিয়ার। স্বর্ণ দিয়ে মোড়ানো এই গেইমিং কনসোল বানানো হবে মাত্র নয়টি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2021, 01:01 PM
Updated : 22 Feb 2021, 01:01 PM

সাধারণত ‘অতিমাত্রায়’ দামী গোল্ড আইফোন বিক্রি করে ক্যাভিয়ার। জানুয়ারিতে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, এবার ডিভাইসের পরিধি বাড়িয়ে সনির প্লেস্টেশন ৫ বিক্রি করা হবে। সে সময় কনসোলটির মূল্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি সাইট ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, চার লাখ ৯৯ হাজার ৯৯৯ মার্কিন ডলারের এই কনসোলটি মোড়ানো হবে ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে। আর গেইমিং কনসোলটির কন্ট্রোলার মোড়ানো থাকবে কুমিরের চামড়া দিয়ে।

ইতোমধ্যে বিক্রির জন্য ওয়েবসাইটে কনসোলটি তুলেছে ক্যাভিয়ার। কিন্তু পকেটে পাঁচ লাখ ডলার না থাকলে এটি কেনার স্বপ্ন বৃথা।

প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাভিয়ার জানিয়েছে, পিএস৫ কনসোলগুলো বানাতে প্রায় চার মাস সময় লাগবে। একটি পরীক্ষামূলক নমুনা বানাতে একজন স্বর্ণকার বিশেষজ্ঞের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এরই মধ্যে কনসোলটির জন্য দেড় হাজার আবেদন এসেছে বলেও দাবি করেছে ক্যাভিয়ার।