আইফোন ১৩-এ আসতে পারে ‘অলওয়েজ-অন ডিসপ্লে’

আগামী বছর নতুন আইফোন ১৩ সিরিজ উন্মোচনের পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। নতুন এই ডিভাইসটিতে অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার রাখতে পারে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2021, 10:54 AM
Updated : 16 Feb 2021, 10:54 AM

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, নতুন এই ফিচারের মাধ্যমে নোটিফিকেশন এলে পুরো পর্দা জ্বলে ওঠার বদলে কালো পর্দায় শুধু লেখাগুলো দেখানো হবে।

পুরো পর্দা না জ্বললেও অলওয়েজ-অন ডিসপ্লেতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখানো হবে। ঘড়ি এবং ব্যাটারি আইকন সব সময়ই দেখানো হবে, পর্দা লক থাকলেও।

আরও শোনা যাচ্ছে, নতুন আইফোনে ফেইস আইডির পাশাপাশি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রাখতে পারে অ্যাপল।

এর আগে খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়োও দাবি করেছেন, অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে কাজ করছে অ্যাপল। আইফোন ১৩ সিরিজে এই স্ক্যানার ব্যবহার করতে পারে প্রতিষ্ঠানটি।

নতুন আইফোনেও আইফোন ১২ সিরিজের মডেলগুলোর ওপর ভিত্তি করেই তৈরি করতে পারে অ্যাপল৷ ৫.৪ ইঞ্চি পর্দার আইফোন ১৩ মিনি, ৬.১ ইঞ্চি আইফোন ১৩ ও আইফোন ১৩ প্রো এবং ৬.৭ ইঞ্চি আইফোন ১৩ প্রো ম্যাক্স৷

এর আগে কুয়ো বলেছেন, আইফোন ১৩ এর দুইটি হাই-এন্ড আইফোন মডেলের আল্ট্রা-ওয়াইড লেন্সে লক্ষ্যণীয় পরিবর্তন দেখা যাবে৷ অটোফোকাসসহ এই লেন্সটি হবে এফ/১.৮, ৬পি৷

বর্তমান সব আইফোন ১২ মডেলে এফ/২.৪, ৫পি আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে, নেই অটোফোকাস৷

এ ছাড়াও বার্কলেইসের বিশ্লেষক জানিয়েছেন, আইফোন ১৩ বা প্রো মডেলে ওয়াই-ফাই ৬ই ব্যবহার করতে পারে অ্যাপল।