মার্কিন শহরের পানি বিষাক্ত করতে চেয়েছিলো হ্যাকার
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2021 08:12 PM BdST Updated: 09 Feb 2021 08:12 PM BdST
-
ছবি: রয়টার্স
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওল্ডস্মার শহরের পানি শোধনাগারের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করে খাবার পানির রাসায়নিক বিপজ্জনক মাত্রায় বাড়িয়ে দিয়েছে হ্যাকার। প্রায় ১৫ হাজার বাসিন্দার পুরো শহরকে বিষাক্ত করাই লক্ষ্য ছিলো ওই হ্যাকারের।
তরল নর্দমা পরিষ্কারের প্রধান উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড। পানি শোধনাগারে খাবার পানির অম্লতা নিয়ন্ত্রণে এবং ধাতু সরাতে এই রাসায়নিক ব্যবহার করা হয়।
ওল্ডস্মার শহরের শেরিফ বব গুয়ালতিয়েরির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে প্রযুক্তি সাইট ভার্জ বলেছে, “হ্যাকাররা সোডিয়াম হাইড্রোক্সাইডের মাত্রা বাড়িয়ে প্রতি দশ লাখে ১১ হাজার একশ’তে নিয়েছে। আগে এই মাত্রা ছিলো ১০ লাখে ১০০। অবশ্যই এটি লক্ষ্যণীয় এবং সম্ভাব্য বিপজ্জনক বাড়তি মাত্রা।”
৫ ফেব্রুয়ারি একটি কম্পিউটার ব্যবস্থার রিমোট-অ্যাকসেস নিয়ে এই মাত্রা বাড়িয়েছে হ্যাকাররা। পানি শোধন কার্যক্রম দূর থেকে পরিচালনার কাজ করা হতো এই ব্যবস্থার মাধ্যমে।
ট্যাম্পা বে টাইমস-এর প্রতিবেদন বলছে, ওল্ডস্মার শহরে বিষাক্ত করার এই চেষ্টা তদন্ত করছে এফবিআইসহ কেন্দ্রীয় এবং স্থানীয় কর্তৃপক্ষ। এতে আক্রান্ত হয়নি শহরের পানি সরবরাহ।
গুয়ালতিয়েরি বলেছেন, “দূরে বসে কাজ করা একজন কর্মকর্তা কম্পিউটারের পর্দায় পরিবর্তন দেখতে পেয়েছেন এবং তাৎক্ষণিকভাবে তা বদলে দিয়েছেন।”
সোমবার শহর কর্তৃপক্ষ বলেছে, “দূষিত পানি যাতে পানি সরবরাহে প্রবেশ না করে সেজন্য আরও সুরক্ষা ব্যবস্থা রয়েছে এবং হামলায় ব্যবহৃত রিমোট-অ্যাকসেস ব্যবস্থাও বন্ধ করা হয়েছে।”
পিনেলাস কাউন্টির মাধ্যমে কিছু শহর পানি পেলেও ওল্ডস্মার সরাসরি ব্যবসায় এবং প্রায় ১৫ হাজার বাসিন্দাকে পানি সরবরাহ করে।
-
রাশিয়ার প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কথা বলছেন পুতিন
-
ইউক্রেইন যুদ্ধের ‘ভুল তথ্য’ আটকাতে টুইটারের সতর্ক বার্তা
-
বাণিজ্যবান্ধব ক্লাউডভিত্তিক টুল আনছে হোয়াটসঅ্যাপ
-
ফিশিং আক্রমণ ঠেকাতে সতর্কবার্তা দেখাবে গুগল চ্যাট
-
মাস্কের ইমেজের আঁচড় লাগছে টেসলার গায়ে
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’