হোয়াইট হাউস ওয়েবসাইটে ‘কোডার’ চেয়ে গোপন কোড

সম্প্রতি আপডেট করা হয়েছে হোয়াইট হাউসের ওয়েবসাইট। সেখানে গোপন কোডের মাধ্যমে প্রযুক্তি প্রেমীদের ‘ইউএস ডিজিটাল সার্ভিস’-এ যোগ দেওয়ার আহবান জানানো হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2021, 02:31 PM
Updated : 21 Jan 2021, 02:31 PM

রয়টার্স উল্লেখ করেছে, মূলত হোয়াইট হাউস ডটগভ-এর এইচটিএমএল কোডের মধ্যে লুকোনো রয়েছে কোডটি। ইউএস ডিজিটাল সার্ভিস – হোয়াইট হাউসের অধীন একটি প্রযুক্তি ইউনিট।

প্রযুক্তি প্রেমীদের উদ্দেশ্যে লেখা বার্তা বলছে, “আপনি যদি এটি পড়তে পারেন, তাহলে আরও ভালোভাবে গড়ে ওঠার জন্য আমাদের আপনার সাহায্য প্রয়োজন।”

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৪ সালে ‘ইউএস ডিজিটাল সার্ভিস’ এর কার্যক্রম শুরু করেন। এর আওতায় প্রযুক্তিবিদদের সহায়তায় বিভিন্ন সরকারি সেবা নতুন করে গড়ে তোলা হয়। যেমন – যুক্তরাষ্ট্রের চিকিৎসা সেবার লেনদেন প্রক্রিয়া বা সরকারি সংস্থার নিয়োগ অনুশীলন ঢেলে সাজানো ইত্যাদি।  

সাধারণত প্রযুক্তি বিশেষজ্ঞরা এক বা দুই বছর মেয়াদে ইউএস ডিজিটাল সার্ভিসে যোগ দিয়ে থাকেন।