টিকার ভুয়া তথ্য ঠেকাতে গুগলের ৩০ লাখ ডলারের তহবিল

করোনাভাইরাসের টিকার ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করার লক্ষ্যে ৩০ লাখ মার্কিন ডলারের উন্মুক্ত তহবিল চালু করেছে গুগল নিউজ ইনিশিয়েটিভ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2021, 01:07 PM
Updated : 13 Jan 2021, 01:07 PM

মঙ্গলবার এই তহবিল চালু করার পর এক ব্লগ পোস্টে গুগল বলেছে, কোভিড-১৯ এর টিকাদান প্রক্রিয়ার বিষয়ে ভুয়া তথ্যের সত্যতা যাচাইয়ে সংবাদমাধ্যমকে সমর্থনের লক্ষ্যেই “কোভিড-১৯ ভ্যাকসসিন কাউন্টার মিসইনফরমেশন ওপেন ফান্ড” চালু করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, “প্রাকৃতিকভাবেই বিশ্বে কোভিড-১৯ তথ্যের মহামারী চলছে, জনগোষ্ঠীকে লক্ষ্য বানাতে ভুয়া তথ্য ব্যবহার করা হচ্ছে।”

“কিছু গবেষণা এমনটাও ইঙ্গিত দিচ্ছে যে, ভুয়া তথ্যের মাধ্যমে যে দর্শক আসছেন আর যারা যারা সত্য যাচাইয়ের পথ খুঁজছেন এরা উভয়েই ভিন্ন পথে চলছেন।” যোগ করেছে গুগল।

সত্যতা যাচাই করেন এমন পাঠকের জন্য সহায়ক সংবাদমাধ্যম প্রকল্পগুলোকে তহবিল দেবে গুগল নিউজ ইনিশিয়েটিভ।

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রশাসনিক, মিডিয়া, মেডিক্যাল এবং অলাভজনক প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যদের নিয়ে গঠিত ১৪ সদস্যের বিচারিক দলের মাধ্যমে আবেদন যাচাই করবে গুগল।

ডিসেম্বরেই সত্যতা যাচাইয়ের গবেষণা সমর্থনে কোভিড-১৯ টিকার সংবাদ হাবে ১৫ লাখ মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেছে গুগল নিউজ ইনিশিয়েটিভ।