হাইটেক পার্কে এক একর জমি বরাদ্দ পেল থিংক গ্রুপ

উদ্ভাবন এবং স্বয়ংক্রিয়তা নিয়ে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং থিংক গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সোমবার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2021, 01:15 PM
Updated : 4 Jan 2021, 01:15 PM

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং থিংক গ্রুপের পক্ষে পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আশিকুর তানিম সমঝোতায় স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে হাই-টেক পার্ক।

উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে থিংক গ্রুপ স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করে। সমঝোতার আওতায় থিংক গ্রুপকে কালিয়াকৈরে ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’তে এক একর জমি বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। থিংক গ্রুপ এই পার্কে আইওটি ডিভাইস উৎপাদন করবে।

স্বাক্ষর অনুষ্ঠানে হোসনে আরা বেগম বলেন, “কালিয়াকৈরে অবস্থিত ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’ দেশের প্রথম ও বৃহত্তম হাই-টেক পার্ক। ৩৫৫ একর জমিতে স্থাপিত ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’-তে বর্তমানে ৪২টি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে সেখানে ১৪টি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে।”

সমঝোতা স্মারক স্বাক্ষর আয়োজনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা এবং থিংক গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।