অ্যান্টিট্রাস্ট মামলা একসঙ্গে লড়বে গুগল-ফেইসবুক

অনলাইন বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করার পন্থা নিয়ে অ্যান্টিট্রাস্ট মামলার মুখে “একে অপরকে সহায়তা” করতে রাজি হয়েছে গুগল এবং ফেইসবুক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2020, 11:17 AM
Updated : 22 Dec 2020, 11:17 AM

গত সপ্তাহেই গুগলের বিরুদ্ধে মামলা ঠুকেছে মার্কিন ১০টি অঙ্গরাজ্য। ওই মামলার উল্লেখ করেই মঙ্গলবার দুই জায়ান্টের হাত মেলানোর খবর জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

মামলায় অঙ্গরাজ্যগুলো দাবি করেছে, ফেইসবুকের সঙ্গে অবৈধভাবে কাজ করেছে গুগল, যা অ্যান্টিট্রাস্ট আইনের স্পষ্ট লঙ্ঘন।

অনলাইন বিজ্ঞাপন ব্যবসায় ইতোমধ্যেই গুগলের আধিপত্য রয়েছে। এর পরিধি আরও বাড়াতেই সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি এমনটা করেছে বলে মামলায় উঠে এসেছে।

মামলায় অঙ্গরাজ্যগুলোর দাবি হচ্ছে, গুগল এবং ফেইসবুক আগে থেকেই জানতো তাদের চুক্তির কারণে অ্যান্টিট্রাস্ট তদন্ত হতে পারে এবং বিষয়টি কীভাবে মীমাংসা করা যায় সে বিষয়ে তারা আলোচনাও করেছে বলে উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে।

ফেইসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ চুক্তিতে স্বাক্ষর করেছেন বলেও এসেছে প্রতিবেদনে।

মামলার খসড়া সংস্করণে একটি ইমেইলের কথাও উল্লেখ রয়েছে। ইমেইলে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ এবং অন্যান্য নির্বাহী কর্মকর্তাদেরকে স্যান্ডবার্গ বলেছেন, “কৌশলগতভাবে এটি অনেক বড় কিছু।”

বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ফেইসবুক।