নোটিফিকেশনে করোনাভাইরাসের তথ্য জানাবে ইনস্টাগ্রাম

করোনাভাইরাসের ভুয়া তথ্য ছড়ানো বন্ধে নতুন দুই ফিচারের ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। একটি ফিচারের মাধ্যমে যে অঞ্চলে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে সেখানে ফিডের উপরে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট লিঙ্ক দেখানো হবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2020, 11:13 AM
Updated : 18 Dec 2020, 11:13 AM

অন্য ফিচারের মাধ্যমে টিকার বিষয়ে অনুসন্ধান চালাচ্ছেন এমন গ্রাহককে নির্ভরযোগ্য স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য দেওয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।

টিকার বিষয়ে ভুয়া তথ্যে হ্যাশট্যাগও বন্ধ করেছে সামাজিক মাধ্যমটি। করোনাভাইরাসের বিস্তার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন জটিল সময় পার করছে, ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সামাজিক মাধ্যমগুলো।

ভুয়া তথ্য ছড়ানো আটকাতে নিজস্ব ফিচার ঘোষণা করেছে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান ফেইসবুকও। ভুয়া তথ্য রয়েছে এমন কোনো পোস্ট দেখলে নোটিফিকেশন দেখাচ্ছে সামাজিক মাধ্যম জায়ান্টটি।

এদিকে মহামারী নিয়ে ভিডিও কনটেন্টের নীচে কার্ড দেখাতে শুরু করেছে ইউটিউব। ওই কার্ডে সিডিসি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো সূত্রের উল্লেখ থাকছে।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটার ঘোষণা করেছে যে, করোনাভাইরাসের টিকা বিষয়ে ভুয়া তথ্য সরাবে প্ল্যাটফর্মটি।