চাঁদের নমুনা নিয়ে ফেরার পথে আরেক সাফল্য চীনা মহাকাশযানের

চাঁদের নমুনা নিয়ে পৃথিবীর বুকে ফেরার পথে আরেক সাফল্য পেয়েছে চীনা মহাকাশযান চ্যাং’ই-৫। শনিবার জটিল ডকিং প্রক্রিয়া উতরে গেছে মহাকাশযানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2020, 12:41 PM
Updated : 7 Dec 2020, 12:41 PM

চাঁদের মাটির নমুনা সংগ্রহ করে ভূমিতে ফিরতে যাত্রা শুরু করেছে চীনের এই মহাকাশযানটি।

চলতি বছরের ২৩ নভেম্বর লং মার্চ ৫ রকেটের মাথায় করে চারটি মূল মহাকাশযানের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় চ্যাং’ই-৫। ২৮ নভেম্বর চাঁদের কক্ষপথের মিশনে প্রবেশ করে মহাকাশযানটি।

ডিসেম্বরের ১ তারিখে চাঁদে অবতরণ করে ল্যান্ডার এবং আরোহণ যানটি। সার্ভিস মডিউলটি কক্ষপথেই থেকে গেছে। চাঁদ থেকে পাথর এবং মাটির নমুনা সংগ্রহ করেছে ল্যান্ডার।

চাঁদ থেকে উৎক্ষেপণের পর শনিবার এটি সফলভাবে সার্ভিস মডিউলের সঙ্গে জুড়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

ল্যান্ডারের সংগ্রহ করা নমুনা পৃথিবীতে ফেরার উপযোগী একটি ক্যাপসুলে রাখা হবে। ডিসেম্বরের শেষ নাগাদ এটি চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চলে পৌঁছাবে বলে আশা করছে দেশটি।

সফলভাবে এই নমুনা পৃথিবীতে আসার পর চাঁদের নমুনা সংগ্রহকারী বিশ্বের তৃতীয় দেশ হবে চীন। এর আগে ষাটের দশকে অ্যাপোলো মিশনে যুক্তরাষ্ট্র এবং সত্তরের দশকে সোভিয়েত ইউনিয়ন লুনা ২৪ মিশনে চাঁদের নমুনা সংগ্রহ করেছে।