তিন মিনিটের ভিডিও পরীক্ষায় টিকটক

"মানিকের খানিক ভালো"- এতদিন এই কথাকেই যেন মনে প্রাণে বিশ্বাস করে যাচ্ছিল স্বল্প দৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটিক। এবার হয়তো এ বিশ্বাস থেকে সরে আসতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।"

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2020, 09:19 AM
Updated : 5 Dec 2020, 01:20 PM

ভিডিও নির্মাতাদের আরও দীর্ঘ সময়ের ভিডিও রেকর্ড করতে দিলে তাদের মধ্যে কেমন সাড়া জাগে তা দেখতে চাচ্ছে টিকটক।

সামাজিক মাধ্যমবিষয়ক পরামর্শক ম্যাট নাভারা-এর ভাষ্যমতে, টিকটক তিন মিনিট পর্যন্ত ভিডিও রেকর্ডের সুবিধা আনতে যাচ্ছে। এ নিয়ে একটি স্ক্রিনশট টুইট করেছেন নাভারা। সেটি থেকে আভাস পাওয়া গেছে, নতুন আপডেট এখনও প্রাথমিক অবস্থায় আছে।

বর্তমানে টিকটকে ব্যবহারকারীরা এক মিনিট পর্যন্ত ভিডিও রেকর্ড করে আপলোড করতে পারেন। ভিডিও দৈর্ঘ্যটি সফল হিসেবে প্রমাণিত হয়েছে এর মধ্যেই।

ভালো কিছু ৬০ সেকেন্ডের মধ্যেই তৈরি করে দিতে হবে- এটাই টিকটকের নিয়ম।

কোনো একটি ভিডিওতে এক মিনিটের বেশি মনোযোগ রাখার দরকার না থাকা, এবং সহজেই অন্য আরেকটি শুরু করে দেওয়া - সুবিধাগুলোর মাধ্যমে টিকটক বিশ্বে নতুন দ্বার খুলেছে বলেই ভাষ্য প্রযুক্তি সাইট ভার্জের।

ভার্জ নিজেদের প্রতিবেদনে আরও বলেছে, টিকটক তিন মিনিটের ভিডিও আনলে প্ল্যাটফর্মটি হয়ে উঠবে ইউটিউবের ক্ষুদ্র প্রতিরূপ।